আইন লঙ্ঘন করে মাছ ধরার অপরাধে ওমানের আল ওস্তা প্রদেশে ৩৫ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় তাদের ব্যবহৃত ১০টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। বৃহস্পতিবার (২১-জুলাই) দেশটির কৃষি, মৎস্য ও পানিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল বুধবার আল ওস্তা প্রদেশের মৎস্য নিয়ন্ত্রণ দল মাহুত এলাকায় অভিযান চালিয়ে ২১ জন প্রবাসীকে এবং দুকুম অঞ্চল থেকে ১৪ জন প্রবাসীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা কোন দেশের নাগরিক তা জানায়নি পুলিশ।
অপরদিকে রাজধানী মাস্কাট থেকে গাড়ী চুরির অপরাধে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ। পৃথক এক বিবৃতিতে আরওপি জানিয়েছে, গাড়ীর চালক গাড়ীটি রেখে কেনাকাটা করতে মলে যায়। কেনাকাটা করে এসে দেখে তার নির্ধারিত স্থানে গাড়ী নেই। পরে সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীকে শনাক্ত করে পুলিশ। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে তিনি কোন দেশের নাগরিক তা জানায়নি পুলিশ।
আরো পড়ুন:
বিমানের নিয়োগ দুর্নীতি: দুদকের জালে এমডিসহ ৪ জন
পায়ুপথে সোনা আনতে যেয়ে ধরা পড়লেন এক দুবাই প্রবাসী
ওমানে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু এবং আহত আরো ৫ জন
তেল চুরির অপরাধে ওমানের তিনটি পেট্রোল পাম্পকে জরিমানা
ফেসবুকে অবৈধভাবে কিডনি কেনাবেচা, চক্রের ৫ জন গ্রেফতার
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post