ওমানে সড়ক দুর্ঘটনায় এক এক প্রবাসীর মৃত হয়েছে। এ ঘটনায় আরো ৫ জন আহত হওয়ার খবর দিয়েছে দেশটির পুলিশ। আজ এক বিবৃতিতে রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, ওমানের তামরিদ হাইমা সড়কে এই দুর্ঘটনা ঘটে। গাড়ির টায়ার বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। এতে ঘটনাস্থলেই এক প্রবাসী মারা যান এবং আহত হন আরো ৫ জন। আহতদেরকে নেজুয়া হাঁসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তি এশিয়ান নাগরিক উল্লেখ করলেও তিনি কোন দেশের নাগরিক তা জানায়নি পুলিশ।
এদিকে, পৃথক এক ঘটনায় দেশটির দক্ষিণ আশ শারকিয়াহ প্রদেশের সুর এলাকায় একটি তেলের ট্রাকের সংঘর্ষে একজন আহতের খবর পাওয়া গেছে। আহত চালককে সুর হাঁসপাতালে ভর্তি করা হয়েছে, বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানিয়েছে সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটি।
ওমানে খোঁজ নিয়ে জানাগেছে, প্রতি বছরের জুলাই মাসে গাড়ি দুর্ঘটনার খবর বেশি পাওয়া যায়। এই সময়ে দেশটির সালালাহ অঞ্চলে খারিফ উৎসব হওয়ায় অনেকেই মাস্কাট ও সোহার থেকে গাড়ি ড্রাইভ করে সালালাহ যান। আবার অনেক পর্যটক দুবাই, কাতার সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে নিজেদের গাড়ি নিয়েই আসেন এই খারিফ উপভোগ করতে। কিন্তু দীর্ঘ কয়েক হাজার মাইলের এই পথ পাড়ি দিতে যেয়ে অনেকেই দুর্ঘটনার কবলে পড়েন। তাই সড়ক দুর্ঘটনা থেকে বাঁচতে সকল প্রবাসীদের সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন অভিবাসন বিশেষজ্ঞরা।
আরো পড়ুন:
৩০ যাত্রী নিয়ে উল্টে গেল বিমান
বিমানবন্দরে প্রবাসীদের লাগেজ থেকে মালামাল গায়েব
বিয়ের ৮ বছর পর একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন প্রবাসীর স্ত্রী
প্রবাসে ভিন্নধর্মী উদ্যোগ, পর্তুগালে শিশুদের জন্য মক্তব উদ্বোধন
লাইট অফ হচ্ছিল বারবার, বিমানের ভেতরে সবার আধমরা অবস্থা!
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post