প্রবাসে বেড়ে উঠা সন্তানরা যেন ধর্মীয় শিক্ষা অর্জন করতে পারে, সে লক্ষে ভিন্নধর্মী এক উদ্যোগ গ্রহণ করেছে পর্তুগাল প্রবাসীরা। গত ১৭ জুলাই দেশটিতে শিশুদের ইসলাম সম্পর্কে জ্ঞান এবং কোরআন শিক্ষার জন্য একটি মক্তব উদ্বোধন করেছেন প্রবাসীরা। প্রবাসী বাংলাদেশিদের মাধ্যমে পরিচালিত এই মক্তবটি হযরত খাদিজা (রা.) মসজিদ প্রাঙ্গণে। উদ্বোধনী অনুষ্ঠানে আসা অতিথিরা প্রবাসের মাটিতে এ রকম উদ্যোগ নেওয়ার মসজিদ ও মাদ্রাসা কমিটিকে সাধুবাদ জানান।
মসজিদ ও মাদ্রাসা কমিটির সভাপতি আতিকুর রহমান তার বক্তব্যে প্রবাসে সবার সন্তানকে ইসলামিক শিক্ষা দেওয়ার আহ্বান জানান। ইসলাম ধর্মকে সঠিকভাবে চেনা ও কোরআন সম্পর্কে যথার্থ জ্ঞানার্জনের জন্য সবাইকে তাদের সন্তানদের মাদ্রাসায় নিয়ে আসার আহ্বান জানান।
মসজিদ কমিটির সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে এবং গোলাম ইয়াহহিয়া রূপণের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামিক সেন্টার বায়তুল মোকাররম জামে মসজিদ সভাপতি রানা তাসলিম উদ্দিন এবং খতিব অধ্যাপক আবু সাঈদ, মাওলানা আলাউদ্দিন, ফুঁজায়েল আহমদ ফয়েজ, পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ জাহিদ কায়সার, দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ তানভীর আহমদ। মসজিদ কমিটির মধ্যে উপস্থিত ছিলেন জুবায়ের কবির, মাহবুবুর রহমান খান, আজিজুর রহমান খান, আলী আকবর প্রমুখ।
আরো পড়ুন:
অসুস্থ রেমিট্যান্স যোদ্ধার পাশে দাঁড়ালো দূতাবাস
প্রবাসীদের জন্য যেসব পেশা নিষিদ্ধ করলো ওমান
ভিসা ছাড়াই ৪১ টি দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনকে পাত্তা-ই দিলোনা সৌদি আরব!
দেশে জ্বালানী সংকট, মসজিদের এসি বন্ধ রাখার নির্দেশ দিলো সরকার
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post