প্রবাসীরা পরবাসে যেই অক্লান্ত পরিশ্রম করছে তার লাভবান শুধু তার পরিবার-পরিজনরা না। অনেক বড় একটি লাভের অংশ পাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের উন্নয়নের প্রবাসীদের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এমনটাই দাবি করলেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য কানতারা খান।
শুক্রবার (১৫ জুলাই) তার আগমন উপলক্ষে গণসংবর্ধনার আয়োজন করে ছাত্রলীগ পর্তুগাল শাখা। প্রধান অতিথি হিসেবে কানতারা খান তার বক্তব্যে বলেন, প্রবাসীরা হলো এ প্রজন্মের মুক্তিযোদ্ধা, পরিবার, আত্মীয় ও বন্ধুবান্ধব ছেড়ে বিদেশে এসে পরিবার এবং দেশের জন্য সর্বদা কাজ করে যাচ্ছেন। পরিবার ও দেশের উন্নয়নের জন্য প্রবাসীরা সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করছেন।
আর ছাত্রলীগ পর্তুগাল শাখার প্রতিষ্ঠাতা সভাপতি রনি হোসাইন তার বক্তব্যে বলেন, তরুণ প্রজন্মকে রাজনীতিতে ফিরিয়ে আনায় বিশেষ অবদান রাখছেন কানতারা খান। দেশের ক্রান্তি লগ্নে ছাত্রলীগ সবসময় যে ভূমিকা রাখছে, আগামীতেও প্রবাসে থাকা সবাইকে সঙ্গে নিয়ে দেশ গঠনে বিরাট অবদান রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
পর্তুগাল ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহীন দর্জি সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি পর্তুগাল আওয়ামী লীগের নেতা অধ্যাপক মাইন উদ্দিন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন পর্তুগালের সিনিয়র সহ-সভাপতি মিলন বেপারী, সাধারণ সম্পাদক রাফি আদনান, যুবলীগ নেতা লিটন আহমেদ প্রমুখ।
আরো পড়ুন:
অসুস্থ রেমিট্যান্স যোদ্ধার পাশে দাঁড়ালো দূতাবাস
প্রবাসীদের জন্য যেসব পেশা নিষিদ্ধ করলো ওমান
ভিসা ছাড়াই ৪১ টি দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনকে পাত্তা-ই দিলোনা সৌদি আরব!
দেশে জ্বালানী সংকট, মসজিদের এসি বন্ধ রাখার নির্দেশ দিলো সরকার
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post