প্রবাস টাইমের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
মধ্যপ্রাচ্যের দুই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী সৌদি আরব ও ইরানের সঙ্গে বৈরী সম্পর্ক চলে আসছে দীর্ঘদিন। তবে এখন দুপক্ষই সম্পর্ক উন্নয়নে আগ্রহী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এর উপস্থিতিতে শনিবার (১৬-জুলাই) বিকালে সৌদি আরব, ইরাক, ওমান, জর্ডান, মিশর, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও কুয়েতের শীর্ষ নেতাদের সম্মেলন অনুষ্ঠিত হয়। শীর্ষ সম্মেলনের নাম দেওয়া হয় জেদ্দা নিরাপত্তা ও উন্নয়ন সম্মেলন।
সম্মেলনে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান তার বক্তব্যে বলেন, জেদ্দায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আরব নেতাদের শীর্ষ সম্মেলনে আরব ন্যাটো গঠনের কোনো প্রস্তাব উত্থাপিত হয়নি। সৌদি গেজেটের বরাতে বলা হয়, সৌদি আরব ইরানের সাথে স্বাভাবিক সম্পর্ক স্থাপনে বন্ধুত্বের হাত বাড়াচ্ছে।
জো বাইডেন ইসরায়েল সফর শেষে শুক্রবার জেদ্দায় পৌঁছান। কিন্তু, তার মধ্যপ্রাচ্য সফরের আগেই পশ্চিমা গণমাধ্যম প্রচার করে, এই সফরে ইসরায়েলকে অন্তর্ভুক্ত করে আরব দেশগুলোকে নিয়ে ইরানবিরোধী আরব ন্যাটো নামে একটি পরিকল্পিত সামরিক জোট গঠন করে দেবেন বাইডেন। যদিও ফয়সাল বিন ফারহান বলেন, আরব ন্যাটো নামের কোন কিছুরই অস্তিত্ব নেই।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, জেদ্দা সম্মেলন তো দূরের কথা এর আগেও কখনো ইসরায়েলের সঙ্গে সামরিক বা প্রযুক্তিগত সহযোগিতার আগ্রহ দেখায়নি সৌদি আরব। ফয়সাল বিন ফারহান আরো বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সৃষ্ট সমস্যা সমাধানের ক্ষেত্রে কূটনীতি সর্বোৎকৃষ্ট ও একমাত্র পথ।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ইরানের সঙ্গে ধারাবাহিক সংলাপ ইতিবাচক গতিতে অগ্রসর হলেও এখনও চূড়ান্ত ফল আসেনি। তবে শিগগিরই এ ব্যাপারে ভালো ফল পাওয়া যাবে। উল্লেখ্য: গত এপ্রিল মাসে সম্পর্ক উন্নয়নে আগ্রহী হয়ে ইরাকের রাজধানী বাগদাদে আলোচনায় বসে সৌদি ইরান।
বৈঠকে ইরানের পক্ষে অংশ নেন জাতীয় নিরাপত্তা পরিষদের কয়েকজন কর্মকর্তা। অন্যদিকে সৌদি আরবের হয়ে উপস্থিত ছিলেন দেশটির গোয়েন্দাপ্রধান খালিদ বিন আলী আম হুমাইদান। বৈঠকে দুই দেশের সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার প্রধান বাধাগুলো নিয়ে আলোচনা করেন তেহরান ও রিয়াদের প্রতিনিধিরা। বৈঠকে ইরান ও সৌদি আরবের পাশাপাশি ইরাক ও ওমানের প্রতিনিধিরাও অংশ নেন।
আরো পড়ুন:
জুয়ার টাকার জন্য প্রবাসীর স্ত্রী ও ছেলেকে খুন!
সৌদি আরবে পুনরায় ভিক্ষা করছেন সেই মতিয়ার
চারদিনের রাষ্ট্রীয় সফরে মধ্যেপ্রাচ্যে মার্কিন প্রেসিডেন্ট
গরমের তীব্রতা থেকে বাঁচতে মহানবী (সা.) এর উপদেশ
ওমানে ভারী বর্ষণ, হেলিকপ্টারের সাহায্যে চলছে খাদ্য বিতরণ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post