আরব সাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে ওমানে সর্বোচ্চ সতর্কতা জারী করেছে দেশটির সিভিল ডিফেন্স এবং অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ। ইতিমধ্যেই ওমান সাগরে সৃষ্ট নিম্নচাপ প্রভাব ফেলতে পারে এমন সব প্রদেশে নিম্নচাপ মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছে দেশটির জাতীয় জরুরী পরিস্থিতি ব্যবস্থাপনা কমিটি।
একইসাথে নিম্নচাপ মোকাবেলায় ইতিমধ্যেই রেসকিউ টিম মোতায়েন করেছে দেশটির সিভিল ডিফেন্স এবং অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ। ওমানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আজ এক বিবৃতিতে বলছে, আগামী বুধবার পর্যন্ত ওমানের আবহাওয়া পরিস্থিতি অস্বাভাবিক থাকবে। বর্তমানে নিম্নচাপটি ভারতের গুজরাটের কাছে থাকলেও তা আগামী দুই দিনের মধ্যে ওমান সাগরের উপকূলীয় অঞ্চলের দিকে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
আবহাওয়া বুলেটিনে বলা হয়েছে, রবিবার দেশটির দক্ষিণ ও উত্তর আশ শারকিয়াহ, মাস্কাট, আল উস্তা প্রদেশের কিছু অংশে ৪০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসময় ঘন্টায় ৬০ কিমি গতিতে বাতাসের সম্ভাবনা রয়েছে। সাগরের পানি ৪ মিটার উচ্চতা দিয়ে প্রবাহিত হতে পারে। এছাড়াও দক্ষিণ ও উত্তর আশ শারকিয়াহ, মাস্কাট, দক্ষিণ ও উত্তর আল বাতিনাহ, আল দাখিলিয়া, আল দাহিরাহ, আল বুড়াইমি, আল উস্তা এবং মুসান্দাম প্রদেশে ৩০ থেকে ৮০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ক্ষয়ক্ষতি এড়াতে নাগরিক ও প্রবাসীদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষকরে কৃষক, খামারি ও জেলেদের সর্বোচ্চ সর্তকর্তা অবলম্বনের আহ্বান জানিয়েছে ওমানের কৃষি, মৎস্য ও পানিসম্পদ মন্ত্রণালয়। এসময় সমুদ্রে মাছ ধরা থেকে বিরত থাকতে বলা হয়েছে। এছাড়াও পুরনো বাড়ির আশেপাশে না থাকতে, ওয়াদি অর্থাৎ পাহাড়ি উপত্যকা পারাপার না হওয়া এবং ঝুঁকিপূর্ণ অঞ্চল দিয়ে গাড়ি না চালানোর পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় সকল প্রদেশে জরুরী ভিত্তিতে সাব-কমিটি গঠন করা হয়েছে।
আরো পড়ুন:
জুয়ার টাকার জন্য প্রবাসীর স্ত্রী ও ছেলেকে খুন!
সৌদি আরবে পুনরায় ভিক্ষা করছেন সেই মতিয়ার
চারদিনের রাষ্ট্রীয় সফরে মধ্যেপ্রাচ্যে মার্কিন প্রেসিডেন্ট
গরমের তীব্রতা থেকে বাঁচতে মহানবী (সা.) এর উপদেশ
ওমানে ভারী বর্ষণ, হেলিকপ্টারের সাহায্যে চলছে খাদ্য বিতরণ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post