মালয়েশিয়ায় রিক্যালিব্রেশন কর্মসূচির অধীনে নিবন্ধিত হয়েছেন, ৭ লাখ ১২ হাজার ৪৩৫ জন অভিবাসী। ২০২০ সালের নভেম্বর মাসে শুরু হওয়া অবৈধ বিদেশিদের বৈধতা ও নিজ দেশে ফিরে যেতে রিক্যালিব্রেশন কর্মসূচিতে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত উভয় প্রোগ্রামে মোট ৭,১২,৪৩৫ জন অবৈধ অভিবাসী নিবন্ধিত হয়েছেন। এর মধ্যে নিজ দেশে ফিরে যেতে নিবন্ধিত হয়েছেন, মোট, ২,৯৩,৯০৭ জন, এবং ৪,১৮,৫২৮ জন অভিবাসী বৈধ হওয়ার জন্য নিবন্ধন করেছেন।
১৩ জুলাই দেশটির পররাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি হামজাহ জায়নুদ্দিন এক বিবৃতিতে বলেছেন,”রিটার্ন রিক্যালিব্রেশনের মাধ্যমে, অভিবাসন বিভাগ রেকর্ড করেছে মোট ২৫৫,১১১ অবৈধ অভিবাসী তাদের নিজ দেশে ফিরেছে এবং সরকার এ থেকে ১৪০,৫৫৮,৬০০ রিঙ্গিত রাজস্ব পেয়েছে।
এছাড়া লেবার রিক্যালিব্রেশন প্রোগ্রামে মোট ৩,৩৫,২৭৬ অবৈধ অভিবাসী ইমিগ্রেশন বিভাগে যাচাইকরণ প্রক্রিয়ার মধ্যে থেকে ৩,৯০০ জন ব্যর্থ হয়েছে, অন্যান্য বিষয়গুলির মধ্যে, তাদের সন্দেহজনক তালিকায় তালিকাভুক্ত করা হয়েছে।
হামজাহ জায়নুদ্দিন বলেন, মোট ১,১৪,১২১ টি টেম্পোরারি এমপ্লয়মেন্ট ভিজিট পাস (পিএলকেস) ইমিগ্রেশন ডিপার্টমেন্ট লেবার রিক্যালিব্রেশন প্রোগ্রামের মাধ্যমে অনুমোদন করা হয়েছে। এ থেকে “সরকার ২০৯,২৬২,০০০ রিঙ্গিত এর নিরাপত্তা আমানত সংগ্রহ করেছে এবং পুনঃনির্মাণ ফি, শুল্ক, পাস, ভিসা এবং প্রক্রিয়ার মাধ্যমে রাজস্ব সংগ্রহ করেছে, যার পরিমাণ ৩৩১,৮৪৪,২৬৪.৫০ রিঙ্গিত।
এদিকে, পররাষ্ট্রমন্ত্রী নিয়োগকর্তাদের শতর্ক করে দিয়েছেন নিবন্ধিত বিদেশী কর্মীদের অপব্যবহার না করার জন্য। উদাহরণ স্বরূপ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,”কর্মীরা যদি রেস্তোরাঁয় চাকরির জন্য নিবন্ধন করে, তাহলে তারা অন্য সেক্টরে সেবা দিতে পারবে না। এ ছাড়া মন্ত্রণালয় দেশে বিদেশী কর্মীদের উপস্থিতির পাশাপাশি তাদের অর্জিত বেতন ট্র্যাক করার জন্য একটি ই-লকার প্রোগ্রামও বাস্তবায়ন করবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
আরো পড়ুন:
জুয়ার টাকার জন্য প্রবাসীর স্ত্রী ও ছেলেকে খুন!
সৌদি আরবে পুনরায় ভিক্ষা করছেন সেই মতিয়ার
চারদিনের রাষ্ট্রীয় সফরে মধ্যেপ্রাচ্যে মার্কিন প্রেসিডেন্ট
গরমের তীব্রতা থেকে বাঁচতে মহানবী (সা.) এর উপদেশ
ওমানে ভারী বর্ষণ, হেলিকপ্টারের সাহায্যে চলছে খাদ্য বিতরণ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post