মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর বেশ কিছু দেশে এখন চলছে গ্রীষ্মকাল। বাংলাদেশেও এবছর গরমে মানুষ চরম অতিষ্ঠ। তবে বাংলাদেশের গরমের তুলনায় প্রায় দ্বিগুণ বেশি গরম পড়ে ওমান সহ মধ্যপ্রাচ্যের বেশকিছু দেশে। ওইসব দেশে এতটাই গরম হয় যে, এইসময়ে দুপুরে বাসা বাড়ির ট্যাংকের পানি দিয়ে চা বানান সম্ভব। এমনকি রাস্তায় ডিম পর্যন্ত ভাজি করা সম্ভব!
বিজ্ঞানীদের মতে, পৃথিবী ও সূর্য যার যার নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে। এই ঘোরার সময় পৃথিবী সূর্যের দিকে সামান্য হেলে থাকে। পৃথিবী আবার তার নিজ অক্ষেও ঘোরে, তাই বিভিন্ন সময় পৃথিবীর বিভিন্ন অংশ সূর্যের দিকে হেলে থাকে। এভাবে ঘুরতে ঘুরতে পৃথিবীর দক্ষিণ গোলার্ধ কখনো সূর্যের কাছে চলে যায়, আবার কখনো উত্তর গোলার্ধ।
যখন যে অংশ সূর্যের দিকে হেলে থাকে তখন সেই অংশ খাড়াভাবে বেশিক্ষণ ধরে সূর্যের আলো ও তাপ পায়। আর তখন সেই অংশে বেশি গরম পড়ে। এ সময় থাকে গ্রীষ্মকাল। একটা অংশ সূর্যের কাছে থাকা মানে তার উল্টো দিকের অংশটা থাকবে সূর্য থেকে দূরে। আর দূরে থাকলে সেই অংশটা কম আলো ও তাপ পাবে। তখন সেই অংশে থাকে শীতকাল।
একটা উদাহরণ দেওয়া যাক—বাংলাদেশে যখন গ্রীষ্মকাল, অস্ট্রেলিয়ায় তখন শীতকাল। আবার ওদের যখন গ্রীষ্ম, তখন আমাদের শীত। কারণ অস্ট্রেলিয়া দক্ষিণ গোলার্ধের দেশ আর বাংলাদেশ উত্তর গোলার্ধের দেশ। শীত ও গ্রীষ্মের ব্যাপারে হাদিসের ব্যাখ্যা হলো, শীত ও গ্রীষ্মের তীব্রতা আসে জাহান্নামের নিঃশ্বাস থেকে।
আরবের মরু এলাকায় উত্তপ্ত বালু ও মরুঝড়ের কারণে সেখানে ভীষণ গরম দেখা দিত। তাই রাসুলুল্লাহ (সা.) জোহরের সালাত কিছুটা বিলম্বে আদায় করতেন। এ জন্য গরম বেশি পড়লে জোহরের নামাজ দেরিতে পড়া সুন্নত। নবী (সা.) বলেন, গরমের প্রচণ্ডতা জাহান্নামের উত্তাপ হতে। কাজেই গরম প্রচণ্ড হলে উত্তাপ কমার পর সালাত আদায় করো। (বুখারি, হাদিস : ৫৩৯)। কাজেই তীব্র গরমে জাহান্নামের কথা স্মরণ করে মহান আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া উচিত।
আরো পড়ুন:
কাতারে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু
মালয়েশিয়াগামী বাংলাদেশিদের জন্য সুখবর
বিশ্বের সবচেয়ে দামি স্থাপনা মসজিদে হারাম
ওমান সাগরের উত্তাল ঢেউয়ে বাবা-ছেলের মৃত্যু
ওমানে সেলফি তুলতে তুলতে মারা গেলেন দুই পর্যটক
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post