প্রবাসে সড়ক দুর্ঘটনায় মৃত যেন থামছেই না। প্রতিদিনই কোথাও না কোথাও সড়ক দুর্ঘটনায় মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। গত ১১ জুলাই কাতারে সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। জানাগেছে, দেশটির আল খয়রাতিয়ার একটি হার্ডওয়্যার দোকানের স্টোররুমে ডিউটিরত অবস্থায় দোকানের পেছনে গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মরদেহ হামাদ হাসপাতালের মর্গে রয়েছে। নিহত বিকাশ চন্দ্র সূত্রধরের গ্রামের বাড়ি নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার মুরাদপুর গ্রামে।
সূত্র জানিয়েছে, ছোট বেলায় মা- বাবা হারায় বিকাশ। পরিবারে তার ১ বোন ও ৪ ভাই রয়েছে। কোম্পানি থেকে উপযুক্ত ক্ষতিপূরণ ও দ্রুত মরদেহ দেশে পাঠাতে কাতারস্থ বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা কামনা করেছে বিকাশ চন্দ্র সূত্রধরের পরিবার।
আরো পড়ুন:
পৃথিবীর জন্মের আগের মহাবিশ্ব দেখালো নাসা
আসন্ন কাতার বিশ্বকাপে নিষিদ্ধই থাকছে মদ্যপান
ওমানে নতুন আইন, অমান্য করলেই জেল ও জরিমানা
রেমিট্যান্সে ঢল, ৭ দিনে আসলো প্রায় ৮৫০০ কোটি টাকা
ওমানে ঈদের আনন্দে শোঁকের ছায়া, ১১ জনের মরদেহ উদ্ধার
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post