মধ্যপ্রাচ্যের দেশ ওমানে বেড়াতে গিয়ে সমুদ্রের পানির ঢেউয়ের তোড়ে ভেসে গেছেন ভারতের মহারাষ্ট্রের এক ব্যক্তি ও তার দুই সন্তান। এ ঘটনায় বাবা-ছেলের মরদেহ উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছে ৯ বছরের মেয়ে শ্রুতি। ঘটনাটি ঘটেছে বুধবার। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মহারাষ্ট্রের শশীকান্ত দুবাইয়ের বাসিন্দা ছিলেন। সেখানকার একটি সংস্থায় তিনি সেলস ম্যানেজারের কাজ করতেন।
সম্প্রতি স্ত্রী ও দুই সন্তানসহ তারা সপরিবারে ওমানে বেড়াতে গিয়েছিলেন। সেখানে বুধবার সমুদ্রের কাছে শশীকান্তর ছয় বছরের ছেলে শ্রেয়াস এবং নয় বছরের মেয়ে শ্রুতি খেলা করছিল। হঠাৎ সমুদ্রের উঁচু ঢেউ তীরে আছড়ে পড়ে। ঢেউ এ সময় শ্রেয়াস ও শ্রুতিকে টেনে নিয়ে যেতে থাকে। সেটি দেখে শশীকান্ত তাদের বাঁচাতে পানিতে ঝাঁপ দেন। তবে ঢেউয়ের তীব্রতা তাকেও সমুদ্রে টেনে নিয়ে যায়। পরে উদ্ধারকারী দল শশীকান্ত ও তার ছয় বছরের ছেলে শ্রেয়াসের মরদেহ উদ্ধার করলেও নিখোঁজ রয়েছে মেয়ে শ্রুতি। মহারাষ্ট্রে যে এলাকার শশীকান্ত বাসিন্দা ছিলেন সেখানে তার পরিবারের অন্য সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা এরইমধ্যে ওমানের উদ্দেশে রওনা দিয়েছেন।
এদিকে, প্রাকৃতিক দুর্যোগের কারণে বন্ধ থাকা দেশটির ধোফার প্রদেশের দারবাত জলপ্রপাত দর্শনার্থীদের জন্য আজ থেকে ফের খুলে দেওয়া হয়েছে। আজ এক বিবৃতিতে আরওপি জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর ১২ টা থেকে যে কোনো পর্যটক ও দর্শনার্থীরা দারবাত জলপ্রপাতে প্রবেশ করতে পারবে। তবে সকল দর্শনার্থীদের অবশ্যই নিরাপত্তা নির্দেশিকা মেনে চলা, শিশুদের সর্তকতায় রাখা এবং বৃষ্টি হলে বা পানির স্তর বেড়ে গেলে সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে।
অপরদিকে আইন অমান্য করে উপত্যকা পাড় হওয়ার অভিযোগে দুই নাগরিককে গ্রেপ্তার করেছে ওমান পুলিশ। ঝুঁকি নিয়ে সোহার অঞ্চলের ওয়াদি আইন উপত্যকা পার হওয়ার অভিযোগে দুই ওমানি নাগরিককে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। একইসাথে নাগরিক ও প্রবাসীদের জানমালের নিরাপত্তা রক্ষায় ঝুঁকিপূর্ণ পাহাড়ি উপত্যকা পারাপার না হতে সবাইকে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
আরো পড়ুন:
পৃথিবীর জন্মের আগের মহাবিশ্ব দেখালো নাসা
আসন্ন কাতার বিশ্বকাপে নিষিদ্ধই থাকছে মদ্যপান
ওমানে নতুন আইন, অমান্য করলেই জেল ও জরিমানা
রেমিট্যান্সে ঢল, ৭ দিনে আসলো প্রায় ৮৫০০ কোটি টাকা
ওমানে ঈদের আনন্দে শোঁকের ছায়া, ১১ জনের মরদেহ উদ্ধার
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post