ওমানে নাগরিক ও প্রবাসীদের নিরাপত্তার স্বার্থে নতুন আইন জারী করেছে দেশটির পাবলিক প্রসিকিউশন (পিপি)। নতুন এই আইন অনুযায়ী এখন থেকে দেশটিতে বৃষ্টি চলাকালীন সময়ে কেউ ইচ্ছাকৃত ওয়াদি পার হলে তিন মাসের কারাদণ্ড ও ৫০০ ওমানি রিয়াল জরিমানা গুনতে হবে। এক বিবৃতিতে পিপি জানিয়েছে, কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে ওয়াদি পার হয় এবং এ কারণে নিজের, যাত্রীদের বা অন্য কারো জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে তাহলে সেই ব্যক্তিকে এ ধরনের কাজ করার অপরাধে তিন মাসের কারাদণ্ড এবং ৫০০ ওমানি রিয়াল জরিমানার বিধান চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তাই সকল নাগরিকদের ওয়াদি পারাপারে সময় অবশ্যই এ নতুন সিদ্ধান্ত জেনে ওয়াদি পারাপার হওয়ার হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য: ওমানে প্রায়ই বৃষ্টির সময় ওয়াদি বা পাহাড়ি উপত্যকা পারাপারের সময় মৃত্যুর ঘটনা ঘটে। পাহাড়ি ঢলে তীব্র স্রোতে গাড়ি গুলো খড়কুটোর মতো ভাসিয়ে নিয়ে যায়। এ বছর কুরবানির ঈদের এক সপ্তাহে দেশটিতে ভারী বর্ষণ ও সাগরের উত্তাল ঢেউয়ে এখন পর্যন্ত ১১ জনের মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ, সেইসাথে আরো ৩ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে ওমান পুলিশ।
আরো পড়ুন:
ঈদকে কেন্দ্র করে ওমানের আল খয়েরে পতিতাদের আনাগোনা বৃদ্ধি
লম্বা বিরতির পর ফের আশার আলো দেখাচ্ছে রেমিটেন্স
উত্তাল ওমান সাগর, প্রবাসী সহ বহু নাগরিক নিখোঁজ
আমিরাতের ঈদ জামায়াতে প্রবাসীদের মিলন মেলা
ওমানের যে পণ্য স্বর্ণের চেয়েও দামি!
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post