একই দেশে একই সময় দুই ঋতু। দেশটির একটি শহরে যখন ৫০ ডিগ্রি তাপমাত্রায় জনজীবন অতিষ্ঠ, ঠিক তখনই আরেক শহরে তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াস। এমন বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্য ওমানের সালালাতে। বছরের জুন থেকে শুরু হয় খারিফ মেলা। যা বাংলায় মূলত বর্ষা মেলা। এই সময় গোটা সালালাহ প্রদেশে জমে ওঠে মেলা। বিশ্বের বিভিন্ন দেশ থেকে লক্ষাধিক পর্যটক আসেন এই খারিফ দেখতে। দিন রাত ২৪ ঘন্টা হালকা গুড়িগুড়ি বৃষ্টি এবং ঠান্ডা আবহাওয়া দেখে মুগ্ধ হন আগত পর্যটকরা। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, অত্র অঞ্চলের ব্যবসায়ীরা বছরের এই সময়ের উপার্জন দিয়েই সারা বছর চলেন। ব্যবসায়ীরা সারা বছর অপেক্ষায় থাকেন এই খারিবের। যদিও করোনার কারণে গত দুই বছর বন্ধ ছিলো এই খারিব। তবে এবছর পর্যটকদের ভিড় এতটাই যে, গত দুই বছরের ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারবেন এমনটাই মনে করছেন ব্যবসায়ীরা।
মধ্যপ্রাচ্যের মরুময় এই দেশটির প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সালালাতে প্রবাসীরা ইচ্ছে করলেই ঈদের ছুটি কাটিয়ে আসতে পারেন। মরুর মধ্যেও যে প্রকৃতি লুকিয়ে থাকে ওখানে না গেলে কেউ বুঝবেনা। মরুভূমির হাজার মাইল পাড়ি দিয়ে সালালাহ শহরটিতে প্রবেশ করতেই স্বাগতম জানাবে গুড়ি গুড়ি বৃষ্টি। কুয়াশাচ্ছন্ন সড়ক। খারিফে সড়ক এত বেশিই আচ্ছন্ন থাকে যে, দিনের বেলায় লাইট জ্বালিয়ে গাড়ি চালানো খুব দুরূহ। পাহাড়ি পথ পাড়ি দিয়ে সমতলে পৌঁছে সবুজ পরিপাটি শহরটি দেখে মনে হবে এ যেন একটুকরো বাংলাদেশ।
শহরে পর্যটকদের জন্য রয়েছে পর্যাপ্ত হোটেল ব্যবস্থা। যদি সালালার রূপ রহস্য খুটিয়ে খুটিয়ে কেউ দেখতে চায়, তবে হাতে কয়েকটা দিন নিয়ে যেতে হবে। শুরুতে শহর থেকে ৩৭ কি.মি. দূরে পাহাড়ি পথ বেয়ে গাড়িযোগে যাওয়া যেতে পারে নবী আইয়ুব (আ:) এর কবর জিয়ারতে।
আইয়ুব নবী সারা শরীর পঁচে যাওয়ার মতো দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে কোথায় বসবাস করেছিলেন। পাহাড়ের পাদদেশে তিনি যেখানে গোসল করতেন, সেটিও দেখতে পাবেন। একসঙ্গে কবরে জিয়ারত সঙ্গে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করা যাবে সেখানে। সালালাহ শহরের মধ্যে নবী ইমরান (আ:) এর ২ শত ফুট লম্বা কবরটি দেখে অনুমান হয়ে যাবে পৃথিবীর সৃষ্টিলগ্নে মানুষ কত লম্বা ছিল। শহর থেকে সামান্য বের হলে সাগর পাড়ে রয়েছে ইউনুস নবীকে মাছে যেখানে পেট থেকে বের করে রেখেছিলেন সেই ঐতিহাসিক স্থান। এছাড়া রয়েছে একাধিক সাহাবীদের কবর, ইসলামের বহু নিদর্শনের স্থান এই সালালাহ অঞ্চলে।
আরো পড়ুন:
সোনার হরিণের আশায় দুবাই যেয়ে ফুটপাতে ঘুমাচ্ছেন প্রবাসীরা
হাজিদের নিরাপত্তায় মক্কায় সামরিক বাহিনীর মহড়া
ওমানে বৃষ্টির সময় সতর্কতা অবলম্বনের আহ্বান
বিদায়ী অর্থবছরে প্রবাসী আয়ে বড় পতন
ওমানি যুবকের প্রশংসায় নেট দুনিয়া
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post