বিদেশে কর্মসংস্থান খাতে জোয়ার বইতে শুরু করেছে। করোনা মহামারীর ক্ষত কাটিয়ে চলতি বছরের জুন মাসে বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে কর্মী গিয়েছে ১ লক্ষ ১১ হাজার ৫৩৯ জন। যা তার আগের মাসের চাইতে ৪৪ শতাংশ বেশি। অর্থাৎ গেল মে মাসে বিদেশে কর্মী গিয়েছিল ৭৭ হাজার ৪২১ জন কর্মী।
মঙ্গলবার (৫ জুলাই) জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বা বিএমইটি’র ওয়েবসাইটে প্রকাশিত পরিসংখ্যানে দেখা যায়, বিদেশে কর্মী যাওয়ার তালিকায় শীর্ষে অবস্থান করছে সৌদি আরব। দেশটিতে গেল জুন মাসে কর্মী গিয়েছে ৭১ হাজার ৯২০ জন। যা গেল মে মাসের তুলনায় ৬৮ শতাংশ বেশি। গেল মে মাসে দেশটিতে কর্মী গিয়েছে ৪৫ হাজার ৯১ জন।
পরিসংখ্যানে কর্মীদের পছন্দের তালিকায় সৌদি শীর্ষে অবস্থান করলেও দ্বিতীয় অবস্থানে আছে মধ্য প্রাচ্যের আরেক দেশ ওমান। দেশটিতে জুন মাসে কর্মী গিয়েছে ১৪ হাজার ৬৮২ জন।
জুলাইয়ের পরিসংখ্যানে আরো দেখা যায় জুন মাসে বাংলাদেশি কর্মীদের বিদেশ গমনে পছন্দের তালিকায় শীর্ষে থাকা দেশগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছে ৭ হাজার ৩৬৩ জন, সিঙ্গাপুরে ৫হাজার ১৫৮ জন, কাতারে ২ হাজার ৩৭৮ জন, কুয়েতে ২ হাজার ১৯৮ জন, জর্ডানে ১ হাজার ১৫৫ জন ও অন্যান্য দেশে বিভিন্নভাবে বিদেশে কর্মী গিয়েছে ৬ হাজার ৬৮৫ জন।
আরো পড়ুন:
সোনার হরিণের আশায় দুবাই যেয়ে ফুটপাতে ঘুমাচ্ছেন প্রবাসীরা
হাজিদের নিরাপত্তায় মক্কায় সামরিক বাহিনীর মহড়া
ওমানে বৃষ্টির সময় সতর্কতা অবলম্বনের আহ্বান
বিদায়ী অর্থবছরে প্রবাসী আয়ে বড় পতন
ওমানি যুবকের প্রশংসায় নেট দুনিয়া
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post