ভিন্ন ধর্মের এবং বিদেশি স্ত্রীদের জন্য নতুন নিয়ম জারি করলো সৌদি আরব। সৌদিতে বসবাসরত কারো যদি অন্য ধর্মের এবং বিদেশি স্ত্রী থাকে, তাহলে তাকে অবশ্যই একটি স্বাধীন ইকামা বা সৌদিতে বসবাসের জন্য আলাদাভাবে অনুমতি নিতে হবে। গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সৌদি জেনারেল ডিরেক্টরেট অব পাসপোর্ট জানিয়েছে, যদি একজন প্রবাসী পরিবারের প্রধান তার স্ত্রী এবং নাবালক সন্তানকে তার ইকামাতে যুক্ত করতে চান, তাহলে স্ত্রী ভিন্ন ধর্মের অনুসারী হলে তার জন্য স্বাধীন ইকামা বাধ্যতামূলক।
এছাড়া, কোনো বিদেশি দম্পতি যদি সৌদি আরবে বিয়ে করেন এবং স্বামী তাকে তার ইকামাতের মধ্যে আনতে চান, তাহলে তাদের বিবাহ চুক্তির একটি অনুলিপি পাঠিয়ে সংশ্লিষ্ট ফি প্রদান করার পরে তার স্পনসরশিপ প্রথমে তাকে স্থানান্তর করতে হবে।
আর, যদি নাবালক শিশুদের সৌদিতে জন্ম হয়, তাহলে তাদের জন্মের শংসাপত্রের উৎস এবং অনুলিপি সহ একটি স্বীকৃত হাসপাতাল দ্বারা জারি করা একটি মেডিকেল রিপোর্ট তাদের পিতার ইকামাতে যুক্ত করার জন্য আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। আর সৌদি আরবে কোনো বিদেশি শিশুর জন্ম হলে, সেই শিশুর জন্যও একই নিয়ম বর্তাবে।
আরো পড়ুন:
মালয়েশিয়ায় চিরুনি অভিযান, চরম আতঙ্কে প্রবাসীরা
বিশ্বে ফের ভয়াবহ রূপ নিচ্ছে করোনা, একদিনে সংক্রমণ ছাড়ালো ৭ লাখ
প্রবাসী স্বামীর মরদেহ দেখে স্ট্রোক করে মারা গেলেন স্ত্রী
মালয়েশিয়ায় হুন্ডির দাপট, প্রণোদনা বাড়ানোর পরও রেমিট্যান্সে ভাটা
ওমানের ব্যাংক মাস্কাট থেকে ঋণ নিল বাংলাদেশের সিটি ব্যাংক
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post