সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক উন্নয়নে অবদান রাখায় পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল জাভেদ কমর বাজওয়াকে ‘অর্ডার অব কিং আবদুল আজিজ’ সম্মাননা জানিয়েছে সৌদি আরব। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন খবরটি নিশ্চিত করেছে।
এদিকে, পাকিস্তান-সৌদি সম্পর্কের টানাপোড়েনে ভূ-রাজনৈতিক পর্যবেক্ষকরা বলেছেন, বাইডেনের পররাষ্ট্রনীতি রিয়াদকে হঠাৎ করেই চাপে ফেলে দিয়েছে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে মরচে ধরা পুরনো কূটনৈতিক সম্পর্কগুলোকে আবারো ঝালাই করে নেয়া ছাড়া আর কোনো পথ দেখতে পাচ্ছে না সৌদি আরব। এ কারণেই এখন পাকিস্তানের প্রতি সুর নরম করে এনেছে দেশটি। আর এই ডাকে সারাও দিয়েছে পাকিস্তান। ফলে দু’দেশের সম্পর্কে বইছে সুবাতাস।
ডনের প্রকাশিত ছবিতে দেখা যায়, পাকিস্তানি সেনাপ্রধানের গলায় পদক পরিয়ে দিচ্ছেন সৌদি যুবরাজ, উপপ্রধান মন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ বিন সালমান। শনিবার সৌদি আরব সফরে গিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান বাজওয়া।
সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশা আবদুল আজিজের নাম অনুসারে ‘অর্ডার অব কিং আবদুল আজিজ’ পুরস্কার প্রবর্তন কর হয়েছে। পুরস্কারটি ‘কিং আবদুল আজিজ মেডেল অব এক্সিলেন্ট ক্লাস’ হিসেবে পরিচিত।
আরো পড়ুন:
কুয়েতে সিলেট প্রবাসীদের উদ্যোগে চলছে ত্রাণ বিতরণ কার্যক্রম
ওমান সাগরে তীব্র ঢেউ, সতর্কতা জারী করলো সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স
বিদেশ যাওয়ার সময় ওষুধ নিতে প্রবাসীদের সতর্ক হওয়ার আহ্বান
পদ্মাসেতু ৫৭টি বুর্জ খলিফার সমান!
ইরাকে বাংলাদেশিকে অপহরণ, মুক্তিপণ না দিলে লাশ পাঠানোর হুমকি
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post