ওমানে পরিচ্ছন্ন কর্মীদের জন্য নতুন আইন জারি করেছে জনশক্তি মন্ত্রণালয়। দেশটির সরকারী ও বেসরকারি প্রতিটি প্রতিষ্ঠান বা সংস্থায় কর্মরত সকল পরিচ্ছন্নতা কর্মীদের বাধ্যতামূলক স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দিয়েছে দেশটির জনশক্তি মন্ত্রণালয়। যদি এই নির্দেশনা না মেনে কোনও পরিচ্ছন্নতা কর্মী কাজ করে তাহলে সেই পরিচ্ছন্ন কর্মীসহ সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। করোনাভাইরাস মোকাবেলায় ও এই সংক্রামণ থেকে বেচে থাকার জন্য নতুন এই আইন জারি করলো জনশক্তি মন্ত্রণালয়।
বুধবার অনলাইনে জারি করা একটি সরকারী বিবৃতিতে বলা হয়েছে: “দেশটির সকল সরকারী প্রতিষ্ঠানে কর্মরত সকল পরিচ্ছন্ন কর্মীদের স্বাস্থ্যসেবার দিকে খেয়াল রাখতে হবে। একই সাথে সরকারের দেওয়া সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। একই সাথে দেশটির যেসকল বেসরকারি প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা সেবা প্রদান করে, সেই প্রতিষ্ঠানের সকল কর্মীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কারণ এই মহামারির ঝুঁকি কমাতে সর্তকতার কোনও বিকল্প নেই।
আরও পড়ুনঃ ওমানে কর্মক্ষেত্রে নতুন নির্দেশনা জারি
বিবৃতিতে আরও বলা হয়েছে, “সংক্রামিত হওয়ার আশঙ্কা বা উপসর্গ দেখা গেছে এমন কর্মীদের তাৎক্ষণিক চিকিৎসা সেবা দিতে হবে। প্রয়োজনে দ্রুত তাকে নিকটস্থ হাসপাতাল বা করোনা পরীক্ষাকেন্দ্র পাঠাতে হবে। একজনের কারণে যেনও অন্যকে করোনায় আক্রান্ত না হয় সেদিকে সর্বদা সজাগ থাকতে হবে। এভাবে নিয়ম মেনে চললে আশা করা যায় অতিদ্রুত ওমান এই ভাইরাস মোকাবেলায় ইতিবাচক ফলাফল পাবে।”
https://www.youtube.com/watch?v=j8h_tu4CmCY
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post