মক্কা ছাড়া পুরো সৌদি আরবে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে জারি করা লকডাউন শিথিল করা হয়েছে। রবিবার সৌদি আরব সরকারের পক্ষ থেকে এমনটি বলা হয়।সৌদি সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী, সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। আজ রবিবার(২৬ এপ্রিল) থেকে ১৩ মে পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে বলে জানিয়েছে সৌদি আরব সরকার। তবে পবিত্র মক্কা নগরী এবং এর আশেপাশের এলাকায় ২৪ ঘণ্টাই কারফিউ জারি থাকবে।
সৌদি সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শ মেনে সৌদিতে অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরায় চালু করার জন্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। জানা গেছে, আগামী ২৯ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত সৌদি আরবে মার্কেট, দোকানপাট খুলে দেয়া হবে। তবে সেলুন, সিনেমা হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে বলে জানিয়েছে সৌদি সরকার। ওয়ার্ল্ডওমিটারের দেয়া তথ্য অনুযায়ী, সৌদি আরবে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ২৯৯ জন। মারা গেছেন ১৩৬ জন।
https://www.youtube.com/watch?v=H320x19a9VA
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post