জমকালো আয়োজনের মাধ্যমে ওমানের জালান বানি বু আলি নামক শহরে নতুন আরেকটি শাখার উদ্বোধন করলো লুলু এক্সচেঞ্জ। ২ জুন স্থানীয় সময় বেলা ১২ টায় ফিতা কেটে নতুন এই শাখার উদ্বোধন করেন…
বৈধভাবে দেশে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের হাতের নাগালে সেবা পৌঁছে দিতে নতুন এই শাখা কাজ করবে এমনটি জানালেন প্রতিষ্ঠানটির এরিয়া ম্যানেজার আহমাদ উল্লাহ।
বর্তমানে ওমানে যে কয়টি মানি এক্সচেঞ্জ কোম্পানি রয়েছে, তারমধ্যে অন্যতম একটি প্রতিষ্ঠান হচ্ছে লুলু এক্সচেঞ্জ। মধ্যপ্রাচ্যের সুপ্রসিদ্ধ কোম্পানি লুলু গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এটি। গোটা ওমান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রয়েছে লুলু এক্সচেঞ্জের শাখা প্রশাখা। বাংলাদেশেও তাদের একটি শাখা রয়েছে। লুলু এক্সচেঞ্জের মাধ্যমে নিরাপদে এবং দ্রুত সময়ে টাকা পাঠিয়ে সন্তুষ্ট ওমানের বাংলাদেশী প্রবাসীরাও।
উদ্বোধনি অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন, অবৈধ পথে হুন্ডির মাধ্যমে টাকা না পাঠিয়ে বৈধপথে রেমিট্যান্স পাঠালে যেমনিভাবে ব্যক্তি নিরাপদ, ঠিক তেমনিভাবে দেশও উপকৃত হয়। অনেকেই না জেনে হুন্ডিতে বেশি রেট পেয়ে টাকা পাঠান।
কিন্তু ওমানের আইন অনুযায়ী হুন্ডি একটি অবৈধ কাজ। এতে ধরা পরলে মোটা অংকের জরিমানা সহ কয়েক বছরের জেল পর্যন্ত হতে পারে। সুতরাং প্রবাসীদেরকে হুন্ডি পরিহার করে এক্সচেঞ্জের মাধ্যমে রেমিট্যান্স পাঠাতে অনুরোধ জানান বক্তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির পরিচালক শেখ মোহাম্মাদ আল গাজালি, সিইও রিচার্ড ওয়াসন, ভাইস প্রেসিডেন্ট নারায়ণ প্রধান, জেনারেল ম্যানেজার লাতিশ ভিচিতরন, এছাড়া আরো উপস্থিত ছিলেন মোহাম্মাদ আল কিউমি , আহমাদ উল্লাহ, আব্দুল নাসের, বাসারু আব্দুল্লাহ ও আব্দুল সেলিম।
আরো পড়ুন:
ওমানে দুই নারী সহ পাঁচ প্রবাসী গ্রেফতার
স্বরনকালের ভয়াবহ দুর্ঘটনার সাক্ষি চট্টগ্রাম
বাংলাদেশী কিলার মুসাকে আনতে ওমান যাচ্ছে পুলিশের একটি স্কট টিম
নতুন তেল ক্ষেত্রের সন্ধান পেল ওমান
প্রায় ৯০ শতাংশ কমে ওমানে শুরু হলো প্রবাসীদের নতুন নবায়ন ফি
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post