একের পর এক সঙ্কট লেগেই আছে ভারতীয় মুসলিমদের সাথে। এনআরসি ও বাবরি মসজিদ ইস্যুর পর নতুন করে সঙ্কট শুরু হয়েছে জ্ঞানবাপী মসজিদ, মাথুরা ঈদগাহের শাহি মসজিদ ও দিল্লীর কুতুব মিনারকে কেন্দ্র করে। এমন-ই এক কঠিন মুহূর্তে নিজেদের মধ্যে বৃহৎ ঐক্যের বিষয়টির গুরুত্ব অনুধাবন করতে শুরু করেছেন দেশটির মুসলিম নেতারা।
ঠিক তারই দিকে ইঙ্গিত দিলেন দেশটির বর্ষীয়ান আলেম ও জমিয়তে ওলামায়ে ইসলামের সভাপতি আওলাদে রাসূল সা: মাওলানা সাইয়েদ আরশাদ মাদানি। তিনি বিভক্ত দুই জমিয়তকে (এ ও এম) একীভূত করার পক্ষে নিজ ইচ্ছা ব্যক্ত করেছেন। তিনি জানিয়েছেন, বৃহৎ ঐক্যের প্রয়োজনে ভবিষ্যতে দুই জমিয়ত এক হতে পারে।
শনিবার (২৮-মে) সকালে ভারতের উত্তর প্রদেশের সাহারানপুর জেলার দেওবন্দে ওসমান নগর ঈদগাহ ময়দানে দেশটির মুসলমানদের সর্ববৃহৎ পুরনো সংগঠন জমিয়তে ওলামায়ে হিন্দের (এম) দুই দিনব্যাপী সম্মেলন শুরু হয়। ওই সম্মেলনে যোগ দিয়ে মাওলানা আরশাদ মাদানি এ ইচ্ছা ব্যক্ত করেন।
ভারতীয় মুসলিম নেতা মাওলানা আরশাদ মাদানিএ সময় তিনি বলেন, ‘ভারতের বর্তমান অবস্থায়, বিশেষত মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে যে চক্রান্ত চলছে, দেশের তরে অসীম আত্মত্যাগের ইতিহাসের ধারক এবং মুসলিমদের এক শতবর্ষী মহৎ সংগঠন হিসেবে এই সঙ্কট মোকাবেলায় দুই জমিয়তের উচিৎ একসাথে কাজ করা।’
একীভূত হওয়ার এই উদ্যোগকে একটি গণদাবি উল্লেখ করে মাওলানা মাদানি বলেন, ‘ভারতের পরিস্থিতির কারণেই কেবল এই উদ্যোগ নয়; বরং এই ঐক্য আজ সবার প্রাণের দাবি। আশা করি আগামী কিছুদিনের ভেতরই আল্লাহ তাআলা এই একীভূত হওয়ার এমন পথ ও পন্থা তৈরি করে দেবেন, যা সবার জন্যই প্রশান্তিময় হবে ইনশাআল্লাহ।’
সম্মেলনের দ্বিতীয় সেশনে তিনি বলেন, ‘আমরা দুজনে (অন্যজন মাওলানা মাহমুদ মাদানি) একে অন্যকে সদরে জমিয়ত (জমিয়ত-সভাপতি) আখ্যায়িত করছি। আমি আশাবাদ ব্যক্ত করি যে, হয়তো খুব শিগগির-ই এই অবস্থার পরিবর্তন হবে। আপনাদের মাঝে আমার এই উপস্থিতিই (বিভক্তির) বিষয়টি মিটিয়ে দেয়ার জন্য অনুঘটক হয়ে উঠতে পারে।’
প্রসঙ্গত, জমিয়তে ওলামায়ে হিন্দ ভারতীয় মুসলমানদের সর্ববৃহৎ পুরোনো প্লাটফর্ম। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে এ সংগঠনটির জন্ম। উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামে এ দলটির ব্যাপক অবদান রয়েছে। আল্লামা সাইয়েদ আরশাদ মাদানি ব্রিটিশ বিরোধী সংগ্রামের প্রাণপুরুষ সাইয়েদ হুসাইন আহমদ মাদানির ছেলে।
বর্তমানে তাকে ভারতের অন্যতম প্রভাবশালী আলেম হিসেবে বিবেচনা করা হয়। বাংলাদেশে তার অসংখ্য ছাত্র ও ভক্ত রয়েছে। আর মাওলানা মাহমুদ মাদানি সাইয়েদ হুসাইন আহমদ মাদানির দৌহিত্র ও সাইয়্যিদ আসআদ মাদানীর ছেলে।
আরো পড়ুন:
প্রেসক্রিপশন বিহীন ওষুধ নিয়ে ওমানের বিমানবন্দরে আটক হচ্ছেন প্রবাসীরা
মোটরসাইকেল দুর্ঘটনায় ওমানে এক বাংলাদেশী প্রবাসী নিহত
এবার ইসরাইলের বিরুদ্ধে এক হচ্ছে মুসলিম বিশ্ব!
অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাজ্য
আল-আকসায় ইসরায়েলি পতাকা মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post