ওমানে তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও গত শুক্রবার থেকে দেশটির ওপর বয়ে যাওয়া ধূলিঝড় আরও কয়েকদিন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
রবিবার অধিদপ্তর জানিয়েছে, দেশটির ধোফার প্রদেশে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। এছাড়াও এ প্রদেশটিতে ধূলিঝড় আরও কয়েকদিন অব্যাহত থাকবে। এছাড়াও দক্ষিণ আশ শারকিয়াহ ও আল ওস্তা প্রদেশে রাতের বেলায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
দেশটির সিবে সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি ও সর্বনিম্ন ৩২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়াও সালালাহতে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি ও সর্বনিম্ন ২৩ ডিগ্রি সেলসিয়াস, সুর অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ৪৪ ডিগ্রি ও সর্বনিম্ন ১৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
আরো পড়ুন:
সবাই আমার স্ত্রীকে চোরের বউ বলে আমাকে জামিন দেন
পাসপোর্ট অফিসে কোটি টাকার ঘুষ বাণিজ্য, অনুসন্ধানে দুদক
প্রবাসী বন্ডে কমছে মুনাফার হার
করোনা মোকাবিলায় ওমানের চেয়েও এগিয়ে বাংলাদেশ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post