লেবাননে জুনি জেলার আধুনিস এলাকার একটি বাসা থেকে মমতাজ নামে এক বাংলাদেশি নারী কর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৬-মে) বিকেলে স্থানীয় পুলিশ তার মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা আছে। নিহত মমতাজের বাড়ি শরীয়তপুর জেলায়।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মাহমুদুল হাসান তপু নামে এক বাংলাদেশি যুবককে পুলিশ আটক করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আধুনিস এলাকার ওই বাসায় মমতাজ ও মাহমুদুল হাসান তপু বসবাস করতেন। তপুর বাড়ি কুমিল্লায়।
গতকাল স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ নিয়ে যায় এবং জিজ্ঞাসাবাদের জন্য তপুকে আটক করে।
আরো পড়ুন:
সবাই আমার স্ত্রীকে চোরের বউ বলে আমাকে জামিন দেন
পাসপোর্ট অফিসে কোটি টাকার ঘুষ বাণিজ্য, অনুসন্ধানে দুদক
প্রবাসী বন্ডে কমছে মুনাফার হার
করোনা মোকাবিলায় ওমানের চেয়েও এগিয়ে বাংলাদেশ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post