রাজধানীর খিলগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইকালে এক ভুয়া ডিবিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত ভুয়া ডিবি পুলিশ পরিচয় দানকারী ব্যক্তির নাম মো. মামুন মিয়া। মহানগর গোয়েন্দা পুলিশ জানায়, ছিনতাইয়ের শিকার শাওন ও সাকিব রমনা এলাকার কাজী অফিস লেনের ফ্রিডম ইন্টারনেট অফিসে কাজ করেন।
গতকাল বৃহস্পতিবার (১২ মে) রাত আড়াইটায় অফিসের উদ্দেশ্যে রিকশায় চড়ে রওনা দেন তারা। রাত ৩টার সময় খিলগাঁও ফ্লাইওভারের ঢালে রিকশা পৌঁছলে ২ জন মোটরসাইকেল আরোহী তাদের গতিরোধ করে এবং নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে সঙ্গে থাকা মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।
এরপর খিলগাঁও থানার খিদমাহ হাসপাতালের সামনের চেকপোস্টে কর্মরত পুলিশকে বিষয়টি জানালে পুলিশ মোটরসাইকেল নিয়ে ছিনতাইকারীদের ধাওয়া করে। পালানোর সময় মোটরাসাইকেলের পিছনে বসা মামুন খিলগাঁও খিদমাহ হাসপাতাল থেকে সায়েদাবাদগামী রাস্তার উপর পড়ে গেলে পুলিশ তাকে গ্রেফতার করে।
এসময় তার কাছ থেকে ছিনতাইকৃত একটি মোবাইল ফোন ও মানিব্যাগ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।
আরো পড়ুন:
সবাই আমার স্ত্রীকে চোরের বউ বলে আমাকে জামিন দেন
পাসপোর্ট অফিসে কোটি টাকার ঘুষ বাণিজ্য, অনুসন্ধানে দুদক
প্রবাসী বন্ডে কমছে মুনাফার হার
করোনা মোকাবিলায় ওমানের চেয়েও এগিয়ে বাংলাদেশ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post