মিশরের রাজধানী কায়রোতে অবস্থিত গিজা পিরামিড দেখতে গিয়ে দুই নারী পর্যটক শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত ৫ মে বিদেশি পর্যটকদের উত্ত্যক্ত করার একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওতে দেখা যায় ভুক্তভোগী দুই নারী পিরামিড পরিদর্শনে গিয়েছিলেন।
তাদের সঙ্গে থাকা একজন পর্যটক গাইড ভিডিও ধারণ করেন। তিনি অভিযোগ করেন অভিযুক্ত কিশোররা নারী পর্যটককে উত্ত্যক্ত এবং শারীরিকভাবেও লাঞ্ছিত করেছে। মিশরের পাবলিক প্রসিকিউটর অভিযুক্তদের আটকের নির্দেশ দেন।
অভিযোগের ভিত্তিতে ১৩ কিশোরকে আটক করেছে কায়রো পুলিশ। অভিযুক্ত ওই কিশোরদের বয়স ১৩ থেকে ১৫ বছর। যদি অভিযোগের সত্যতা পাওয়া যায় তবে বিচারের জন্য তাদের কিশোর আদালতে পাঠানো হবে। সূত্র: জিও নিউজ
আরো পড়ুন:
পবিত্র কোরআন শরীফ কীভাবে ছাপা হয়?
সবাই আমার স্ত্রীকে চোরের বউ বলে আমাকে জামিন দেন
পাসপোর্ট অফিসে কোটি টাকার ঘুষ বাণিজ্য, অনুসন্ধানে দুদক
প্রবাসী বন্ডে কমছে মুনাফার হার
করোনা মোকাবিলায় ওমানের চেয়েও এগিয়ে বাংলাদেশ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post