জরুরি পরীক্ষা-নিরীক্ষা শেষে বাসায় ফিরেছেন সৌদি বাদশাহ সালমান। গত ৭ মে জেদ্দায় কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি হলেও পরের দিন অর্থাৎ ৮ মে সকালে তিনি হাসপাতাল ত্যাগ করেন।
সরকারের এক বিবৃতির বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, কিং ফয়সাল স্পেশালিষ্ট হসপিটালে ভর্তি করা হয়েছিলো সৌদি আরবের বাদশাহকে। তবে তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।
উল্লেখ্য: ২০১৫ সাল থেকে তেল সমৃদ্ধ আরব বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশটির বাদশাহর দায়িত্বে আছেন সালমান। এর আগে ক্রাউন প্রিন্স এবং উপ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত ২০২০ সালে একবার তাঁর পিত্তথলিতে অস্ত্রোপচার হয়েছিলো বলে জানিয়েছে রয়টার্স।
আরো পড়ুন:
পবিত্র কোরআন শরীফ কীভাবে ছাপা হয়?
সবাই আমার স্ত্রীকে চোরের বউ বলে আমাকে জামিন দেন
পাসপোর্ট অফিসে কোটি টাকার ঘুষ বাণিজ্য, অনুসন্ধানে দুদক
প্রবাসী বন্ডে কমছে মুনাফার হার
করোনা মোকাবিলায় ওমানের চেয়েও এগিয়ে বাংলাদেশ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post