ওমানে মহামারী করোনাভাইরাস (কোভিড -১৯) রোগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এমতাবস্থায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আজ (৩১-মে) থেকে নতুন করে কোভিড -১৯ পরীক্ষার সময়সূচী ঘোষণা করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনলাইনে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, প্রবাসীদের জন্য পাঁচটি পরীক্ষা কেন্দ্র রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত খোলা থাকবে। শুক্রবার এবং শনিবার বন্ধ থাকবে ।
৩১ শে মে থেকে মাস্কাটের যেসব স্থানে করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষা করবে স্বাস্থ্য মন্ত্রণালয়, তার সময়সূচী দেখেনিনঃ
১. মাতরাহ: দারসেট মেডিক্যাল সেন্টার (ভিসা পতাকা লাগানোর সময় যেখান থেকে মেডিক্যাল করা হয়)
২. বউশার: আউটরিস ক্লিনিক, ঘালা হলিডে ইন (খিমজি কম্পাউন্ড এ অবস্থিত)
৩. আল-সিব: সরওয়ারদি মেডিক্যাল সেন্টার (ভিসা পতাকা লাগানোর সময় যেখান থেকে মেডিক্যাল করা হয়)
৪. রুসাইল: রুসাইল মেডিক্যাল সেন্টার (ভিসা পতাকা লাগানোর সময় যেখান থেকে মেডিক্যাল করা হয়)
আরও পড়ুনঃ ওমানের সালালায় বেড়েছে বিপজ্জনক সাপের উপদ্রব
৫. মাবেলা: আউটরিস ক্লিনিক, মাবেলা ইন্ডাষ্ট্রিয়াল এরিয়া, রোড নং- ৭৭৪৯ (ঐতিহ্য ও সাংস্কৃতিক মন্ত্রণালয়)
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post