বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটের পদ্মা সেতুর কাছে বাংলাবাজারগামী একটি যাত্রীবাহী স্পিডবোটডুবির ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে ১১ যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
তবে এ ঘটনায় কোনো হতাহত বা নিখোঁজের খবর পাওয়া যায়নি। ডুবে যাওয়া বোটের সব যাত্রীকে উদ্ধার করা হয়েছে। বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার ঘাট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, শনিবার সকালে শিমুলিয়া থেকে একটি স্পিডবোট শিবচরের বাংলাবাজার ঘাটের উদ্দেশে রওনা হয়।
বোটটি পদ্মাসেতুর কাছে এলে ঢেউয়ের ধাক্কায় তলা ফেটে বোটটি ডুবে যায়। খবর পেয়ে স্থানীয় জেলেরা ও নৌপুলিশের টিম গিয়ে সব যাত্রীকে উদ্ধার করে। এদিকে ঘাটের একটি সূত্র জানিয়েছে, শিমুলিয়া থেকে ধারণ ক্ষমতার বেশি যাত্রী নিয়ে বাবু নামের একটি স্পিডবোট। বোটটির চালক ছিলেন মো. উজ্জ্বল।
সেতু এলাকা পার হওয়ার সময় প্রচণ্ড ঢেউয়ের ধাক্কায় বোটটি ডুবে যায়। কাঁঠালবাড়ী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. জাহানুর আলী বলেন, বোটটি তলা ফেটে ডুবে যায়। তবে সব যাত্রীকে উদ্ধার করা হয়েছে কেউ হতাহত ও নিখোঁজ নেই।
আরো পড়ুন:
পবিত্র কোরআন শরীফ কীভাবে ছাপা হয়?
সবাই আমার স্ত্রীকে চোরের বউ বলে আমাকে জামিন দেন
পাসপোর্ট অফিসে কোটি টাকার ঘুষ বাণিজ্য, অনুসন্ধানে দুদক
প্রবাসী বন্ডে কমছে মুনাফার হার
স্বামীকে ফিল্মিস্টাইলে অপহরণ করলেন স্ত্রী
প্রবাসীদের মাঝে সহজ শর্তে ঋণ দেওয়া শুরু
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post