সমাজের অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে মিরসরাই সমিতি ওমান। শুক্রবার (২৯-এপ্রিল) চট্টগ্রাম জেলার মিরসরাই থানার বারইয়ারহাট পৌরসভার বিভিন্ন অঞ্চলে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এব্যাপারে সংগঠনের সভাপতি মোহাম্মদ রিয়াদ বলেন, মিরসরাই সমিতি ওমান প্রতিষ্ঠার পর থেকে সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন সব সময়।
করোনাকালেও আমরা সহযোগিতা করেছি। তারই ধারাবাহিকতায় এবার দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছি। ভবিষ্যতেও এমন সামাজিক কর্মকান্ড অব্যাহত থাকবে বলে জানান তারা।
সংগঠনের সাধারণ সম্পাদক শেখ ফাহাদ বলেন, এবছর আমরা মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভা ৫ নম্বর ওয়ার্ড, জোরারগঞ্জ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড, ১০ নং মিঠানালা পরিষদ ৪ নং ওয়ার্ড রহমতাবাদ ও এসহাক ড্রাইভারহাটের মোট সাড়ে তিনশো পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য: সংগঠনটি ওমান কেন্দ্রিক হলেও এটি প্রবাসীদের পাশাপাশি দেশেরও অসহায় দুঃস্থ মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ওমান থেকে অসুস্থ প্রবাসীদের চিকিৎসা সেবা সহ কমিউনিটির নানা কর্মকান্ডে অংশগ্রহণ করে ইতিমধ্যেই ওমান প্রবাসীদের মাঝে বেশ সুনাম অর্জন করেছে মিরসরাই সমিতি ওমান। আগামীতে তাদের এমন সব মানবিক কাজ আরও বৃদ্ধি পাবে এমনটাই প্রত্যাশা প্রবাসীদের।
আরো পড়ুন:
পবিত্র কোরআন শরীফ কীভাবে ছাপা হয়?
সবাই আমার স্ত্রীকে চোরের বউ বলে আমাকে জামিন দেন
পাসপোর্ট অফিসে কোটি টাকার ঘুষ বাণিজ্য, অনুসন্ধানে দুদক
প্রবাসী বন্ডে কমছে মুনাফার হার
স্বামীকে ফিল্মিস্টাইলে অপহরণ করলেন স্ত্রী
প্রবাসীদের মাঝে সহজ শর্তে ঋণ দেওয়া শুরু
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post