গতবারের চেয়ে টাঙ্গাইলের সখীপুরে এবার ঈদে ৬ কোটি টাকা বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। পরিবারের ঈদ উদ্যাপনের জন্য এবার ২৫ কোটি ৯১ লাখ ১০ হাজার টাকা পাঠিয়েছেন ৩ হাজার ৬২৬ জন প্রবাসী।
২০২১ সালে ঈদের আগে তাঁরা পাঠিয়েছিলেন ১৯ কোটি ৯৮ লাখ টাকা। সবচেয়ে বেশি টাকা এসেছে অগ্রণী ব্যাংক সখীপুর বাজার শাখায়। দ্বিতীয় স্থানে রয়েছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড। গত বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত সখীপুরের ১১টি সরকারি ও বেসরকারি ব্যাংকের রেমিট্যান্স বিভাগে খোঁজ নিয়ে এ তথ্য পাওয়া গেছে।
মহামারী থাকার পরেও গত ঈদে স্বজনদের কেনাকাটা করতে প্রবাসীরা ১৯ কোটি ৯৮ লাখ টাকা পাঠিয়েছিলেন। এবার করোনার প্রাদুর্ভাব নেই। তাই এবার স্বজনদের ঈদ উদ্যাপন করতে প্রবাসীদের পাঠানো টাকা বেড়েছে।
১১টি ব্যাংকের মধ্যে শুধু অগ্রণী ব্যাংকের সখীপুর বাজার শাখায় ১ হাজার ২৪০টি হিসাবে (অ্যাকাউন্টে) ১২ কোটি ১০ লাখ ৩৯ হাজার টাকা এসেছে, যা বাকি ১০ ব্যাংকের অর্ধেক। সখীপুরের ইউএনও ফারজানা আলম বলেন, ‘প্রবাসীরা অনেক পরিশ্রম করে টাকা রোজগার করে নিজের জন্মভূমিতে পাঠাচ্ছেন। সেই রেমিট্যান্সযোদ্ধাদের অভিনন্দন ও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি।
টাঙ্গাইলের শাড়ির দোকানদার ইউসুফ আলী বলেন, ‘প্রবাসীদের স্ত্রীরা বেশি বেশি শাড়ি কিনছেন। প্রতিদিন কয়েক লাখ টাকার শাড়ি বিক্রি হচ্ছে। প্রবাসীরা টাকা না পাঠালে তাঁদের বেচাকেনা হয়তো কমে যেত বলে তিনি জানান।
দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে, দেশের জিডিপিতে সব মিলিয়ে রেমিট্যান্সের অবদান ১২ শতাংশের মতো। রেমিট্যান্সপ্রবাহ বাড়াতে ২০১৯-২০ অর্থবছর থেকে ২ শতাংশ হারে নগদ প্রণোদনা দিয়ে আসছিল সরকার। গত জানুয়ারি থেকে তা বাড়িয়ে ২ দশমিক ৫ শতাংশ করা হয়েছে।
আরো পড়ুন:
পবিত্র কোরআন শরীফ কীভাবে ছাপা হয়?
সবাই আমার স্ত্রীকে চোরের বউ বলে আমাকে জামিন দেন
পাসপোর্ট অফিসে কোটি টাকার ঘুষ বাণিজ্য, অনুসন্ধানে দুদক
প্রবাসী বন্ডে কমছে মুনাফার হার
স্বামীকে ফিল্মিস্টাইলে অপহরণ করলেন স্ত্রী
প্রবাসীদের মাঝে সহজ শর্তে ঋণ দেওয়া শুরু
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post