শিশু শ্রম নিয়ে নতুন আইন জারী করেছে ওমান। এখন থেকে দেশটির কোনো শিশুকে দিয়ে এমন কোন কাজ করানো যাবেনা, যেখানে শিশুর স্বাস্থ্য নিরাপত্তা ও নৈতিক আচরণের অবক্ষয় হয়। দেশটির সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে জানিয়েছে, “সম্প্রতি “সামাজিক উন্নয়ন” হ্যাশট্যাগে সোশ্যাল মিডিয়াতে প্রচারিত একটি ক্লিপে দেখা গেছে যে, একটি মেয়ে রাস্তার পাশে পণ্য বিক্রি করার সময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল। এ ধরনের ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের কাজে নিষেজ্ঞাধা আরোপ করা হয়েছে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, দেশের শিশু আইনের ৪৫ ধারায় বলা হয়েছে, কোনও শিশুকে এমন চাকরি এবং শিল্পে নিয়োগ করা যাবে না, যেখানে তাকে ক্ষতির সম্মুখীন হতে হয়। তাই এখন থেকে এ ধরনের কাজে শিশুদের নিয়োগ করলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিবে মন্ত্রণালয়।
আরো পড়ুন:
পবিত্র কোরআন শরীফ কীভাবে ছাপা হয়?
সবাই আমার স্ত্রীকে চোরের বউ বলে আমাকে জামিন দেন
পাসপোর্ট অফিসে কোটি টাকার ঘুষ বাণিজ্য, অনুসন্ধানে দুদক
প্রবাসী বন্ডে কমছে মুনাফার হার
স্বামীকে ফিল্মিস্টাইলে অপহরণ করলেন স্ত্রী
প্রবাসীদের মাঝে সহজ শর্তে ঋণ দেওয়া শুরু
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post