মধ্যপ্রাচ্যের বৃহত্তম কোম্পানি লুলু গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান লুলু এক্সচেঞ্জের সাথে প্রবাস টাইমের সমঝোতা চুক্তি সাক্ষর হয়েছে। শনিবার (২৩-এপ্রিল) ওমানের রাজধানী মাস্কাটে প্রতিষ্ঠানটির হেড অফিসে এই চুক্তি সাক্ষর অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশ থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রবাস টাইমের সম্পাদক বাইজিদ আল-হাসান।
চুক্তি অনুযায়ী ওমান থেকে বৈধপথে রেমিট্যান্স পাঠাতে এখন থেকে প্রবাসীদের মাঝে সচেতনতা তৈরিতে কাজ করবে প্রবাস টাইম। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লুলু এক্সচেঞ্জের মার্কেটিং হেড আব্দুল নাসের, এরিয়া ম্যানেজার আহমাদ উল্লাহ সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য: ওমানের বৃহত্তম মানি এক্সচেঞ্জ কোম্পানি গুলোর মধ্যে অন্যতম প্রতিষ্ঠান লুলু এক্সচেঞ্জ। প্রতিষ্ঠানটির সমগ্র ওমানের আনাচে কানাচে রয়েছে শাখা অফিস। যেখান থেকে আকর্ষণীয় রেট, সহজ ও দ্রুত সময়ে টাকা পাঠাতে পারেন প্রবাসীরা।
এছাড়াও বৈধ উপায়ে দেশে রেমিট্যান্স পাঠিয়ে সরকারি প্রণোদনা বাবদ আড়াই শতাংশ বোনাস সুবিধাও পাচ্ছেন প্রবাসীরা। বর্তমানে একটি মোবাইল অ্যাপও চালু করেছে প্রতিষ্ঠানটি। যে অ্যাপের মাধ্যমে এক্সচেঞ্জে না এসেও মোবাইল দিয়েই মুহূর্তের মধ্যে দেশে রেমিট্যান্স পাঠাতে পারবেন প্রবাসীরা।
আরো পড়ুন:
পবিত্র কোরআন শরীফ কীভাবে ছাপা হয়?
সবাই আমার স্ত্রীকে চোরের বউ বলে আমাকে জামিন দেন
পাসপোর্ট অফিসে কোটি টাকার ঘুষ বাণিজ্য, অনুসন্ধানে দুদক
প্রবাসী বন্ডে কমছে মুনাফার হার
স্বামীকে ফিল্মিস্টাইলে অপহরণ করলেন স্ত্রী
প্রবাসীদের মাঝে সহজ শর্তে ঋণ দেওয়া শুরু
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post