গাড়ির স্পার্ক প্লাগ অপসারণ করা এবং ইঞ্জিনের কভার সরিয়ে সরাসরি ইঞ্জিন লাগানোসহ সাধারণ যানবাহন পরীক্ষার পাশাপাশি প্রযুক্তিগত ত্রুটি সবকিছুই করছেন একজন নারী। তাও আবার এশিয়ান কিম্বা ইউরোপ নয়, খোদ মুসলিম প্রধান দেশ ওমানের। প্রযুক্তিগত দিকসহ গাড়ীর যান্ত্রিক সকল কাজই দক্ষতার সাথে করে যাচ্ছেন জয়নব।
একঘেয়ে জীবনযাপন না করে জীবনটাকে একটু আলাদাভাবে উপভোগ করতে মেকানিক পেশায় নিজেকে গড়ে তুলেছেন ওমানের দক্ষিণ আশ শারকিয়া প্রদেশের মাসিরাহ এলাকার ওমানি নারী জয়নব বিনতে আলি আল ইয়ারুবিয়া। তিনি নিজেকে চার দেয়ালের মধ্যে গুটিয়ে না রেখে নিজেকে একজন গাড়ি মেকানিক হিসেবে পরিচিতি করেছেন।
অন্য আর দশটি মেয়ের মতো সাধারণ জীবনযাপন না করে নিজের অবস্থান শক্তভাবে তৈরি করতেই এই পেশাকে বেছে বলে জানান জয়নব। তিনি বলেন, মেকানিক পেশা গ্রহণ করা তার জীবনে সহজ সিদ্ধান্ত ছিলো না। এই সিদ্ধান্ত নেওয়ার জন্য তাকে অনেক কাঠখোড় পড়াতে হয়েছে।
তবে পরিবার সবসময় তার পাশে ছিলো বলেও জানান তিনি। তার প্রধান অনুপ্রেরণা ছিলো তার বাবা। জয়নব তার বাবাকে কর্মশালায় কাজ করতে দেখেছেন। সেইখান থেকেই এই পেশার প্রতি ভালবাসা তৈরি হয়েছে। তিনি তার শৈশব থেকেই তার এই পেশাকে বেঁছে নিয়েছেন।
আরো পড়ুন:
পবিত্র কোরআন শরীফ কীভাবে ছাপা হয়?
সবাই আমার স্ত্রীকে চোরের বউ বলে আমাকে জামিন দেন
পাসপোর্ট অফিসে কোটি টাকার ঘুষ বাণিজ্য, অনুসন্ধানে দুদক
প্রবাসী বন্ডে কমছে মুনাফার হার
চলন্ত ট্রেনে ঝাপ দিয়েও অলৌকিকভাবে বেঁচে গেলেন নারী
প্রবাসীদের মাঝে সহজ শর্তে ঋণ দেওয়া শুরু
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post