আহমাদুল কবির, মালয়েশিয়া
মালয়েশিয়া সরকারের ঘোষণা অনুযায়ী দেশটিতে থাকা অবৈধ অভিবাসীদের বৈধতার আওতায় আনতে ‘রিক্যালিব্রেশন’ নামে একটি কর্মসূচির ঘোষণা দেয় দেশটির সরকার। আর এ সুযোগকে পুঁজি করে মালয়েশিয়ায় অবৈধ শ্রমিকদের বৈধ করার নামে বিপুল অর্থ আত্মসাৎ করার অভিযোগে রাজধানী কুয়ালালামপুর থেকে সিন্ডিকেটের ৪ সদস্যকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগ।
স্থানীয় সময় মঙ্গলবার (১৯ এপ্রিল) অভিবাসন বিভাগের ভেরিফাইড অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানান মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক খায়রুল যাইমি দাউদ। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ এপ্রিল কুয়ালালামপুরের একটি অফিসে বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গত কয়েক মাস ধরে প্রতারকদের ধরতে গোয়েন্দা সংস্থা অভিযান চালিয়ে আসছিল। অভিযানে ৩ জন বিদেশি ও একজন স্থানীয় নাগরিককে আটক করা হয়। তাদের সবার বয়স ২০ থেকে ৪৭ বছরের মধ্যে। পুলিশ ঘটনাস্থল থেকে বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও ভারতের মোট ২৬৪ টি পাসপোর্ট এবং নগদ ৭ হাজার ২৭০ মালয়েশিয়ান রিঙ্গিত উদ্ধার করে।
সিন্ডিকেটের সদস্যরা ‘রিক্যালিব্রেশন’ কর্মসূচির মাধ্যমে বৈধ করে দেওয়ার নামে অস্থায়ী ভিজিট পাসের জন্য সাড়ে ৬ হাজার রিঙ্গিত থেকে ৮ হাজার রিঙ্গিত করে বিভিন্ন দেশের শ্রমিকদের কাছ থেকে আদায় করতেন বলে জানা যায়।
এছাড়া এ সিন্ডিকেট ইমিগ্রেশন অফিসের সঙ্গে সমন্বয় রেখে বিদেশি নাগরিকদের অনলাইন অ্যাপয়েন্টমেন্ট পাইয়ে দেয় এবং অ্যাপয়েন্টমেন্ট না করে অবৈধ উপায়ে জনপ্রতি ১ হাজার থেকে শুরু করে ১৫শ’ রিঙ্গিতের বিনিময়ে কাজ করে দেয়। তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বর্তমানে পুত্রজায়া ইমিগ্রেশন বিভাগে ১৪ দিনের রিমান্ডে নিয়ে যাওয়া হয়েছে। প্রবাসীদেরকে বিদেশী এবং নিয়োগকর্তাদের সাথে সরাসরি ডিল করা এবং লেবার রিক্যালিব্রেশন প্রোগ্রামের অধীনে বৈধতা পাওয়ার ক্ষেত্রে মধ্যস্থতাকারী বা এজেন্টদের ব্যবহার না করার পরাম
আরো পড়ুন:
পবিত্র কোরআন শরীফ কীভাবে ছাপা হয়?
সবাই আমার স্ত্রীকে চোরের বউ বলে আমাকে জামিন দেন
পাসপোর্ট অফিসে কোটি টাকার ঘুষ বাণিজ্য, অনুসন্ধানে দুদক
প্রবাসী বন্ডে কমছে মুনাফার হার
হিজাব ইস্যুতে মেয়েদের টার্গেট করা হচ্ছে: মিস ইউনিভার্স
প্রবাসীদের মাঝে সহজ শর্তে ঋণ দেওয়া শুরু
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post