হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন যুক্তরাষ্ট্রের এক নারীর কাছ থেকে ৫৯ পিস সোনার বার আটক করেছে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ টিম। মঙ্গলবার ভোরে এগুলো আটক করা হয়। আটক স্বর্ণের ওজন প্রায় ৬ কেজি ৮০০ গ্রাম। আটক নারীর নাম শাহনাজ চৌধুরী। তিনি বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক।
ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিমের উপ-কমিশনার (ডিসি) মো. সানোয়ারুল কবীর বলেন, ভোরে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহনাজ চৌধুরী যুক্তরাষ্ট্র থেকে দুবাই ট্রানজিট নিয়ে দেশে অবতরণ করেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৭নং বোর্ডিং ব্রিজের সামনে আসলে তার আচরণ সন্দেহজনক মনে হয়। পরে তাকে আটক করে তল্লাশি করে কাস্টমস।
এসময় তার কাছে থাকা একটি বেল্ট সদৃশ বস্তু কেটে একে একে ৫৯ পিস সোনার বার উদ্ধার করে। কাস্টমস জানায়, আটককৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তার বিরুদ্ধে মামলা দিয়ে বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
আরো পড়ুন:
পবিত্র কোরআন শরীফ কীভাবে ছাপা হয়?
সবাই আমার স্ত্রীকে চোরের বউ বলে আমাকে জামিন দেন
পাসপোর্ট অফিসে কোটি টাকার ঘুষ বাণিজ্য, অনুসন্ধানে দুদক
প্রবাসী বন্ডে কমছে মুনাফার হার
হিজাব ইস্যুতে মেয়েদের টার্গেট করা হচ্ছে: মিস ইউনিভার্স
প্রবাসীদের মাঝে সহজ শর্তে ঋণ দেওয়া শুরু
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post