ভিসা নীতিতে বড় পরিবর্তন এনেছে সংযুক্ত আরব আমিরাত, এখন থেকে ভিসা পেতে প্রয়োজন হবেনা কোনো স্পন্সর বা মালিকের। পর্যটক, ব্যবসা ও কর্মসহ নতুন ভিসায় নতুন নীতি চালু করেছে দেশটি। সোমবার (১৮-এপ্রিল) এই নতুন ভিসা নীতি ঘোষণা করা হয়েছে। প্রথমবারে মতো এই ভিসা নীতিতে স্পন্সর কিংবা হোস্টের নিয়ম রাখা হয়নি। এছাড়াও ভিসার মেয়াদের নীতিতেও বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে।
কর্ম ভিসা
দক্ষ, মেধাবী ও তরুণদের জন্য কর্ম ভিসায় থাকছে তিনটি ক্যাটাগরি। বিশ্বের ৫০০টি বিশ্ববিদ্যালয়ের সদ্য পাশ করা গ্রাজুয়েটরা এখানে বিশেষ সুবিধা পাবে। এর আওতায় সর্বনিম্ন শিক্ষা যোগ্যতা হচ্ছে স্নাতক ডিগ্রি।
ব্যবসায়িক ভিসা
এই ভিসার জন্য আর স্পন্সর বা হোস্টের দরকার পড়বে না। বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের সুযোগ দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পর্যটক ভিসা
পাঁচ বছর মেয়াদি মাল্টিপল পর্যটক ভিসাতেও আর স্পন্সর লাগবে না। এই ভিসার আওতায় টানা ৯০ দিনের বেশি আমিরাতে থাকা যাবে। তবে বছরে ১৮০ দিনের বেশি দেশটিতে অবস্থান করা যাবে না। চার হাজার ডলার বা তার সমপরিমাণ মুদ্রা কারও ব্যাংক অ্যাকাউন্টে ভিসা আবেদনের পূর্বের ছয় মাস ধরে থাকলেই তিনি এই সুযোগ পাবেন।
সাময়িক কর্ম ভিসা
এই ভিসার জন্য যে কোম্পানিতে কাজ করছেন, সেই কোম্পানির কন্ট্রাক্ট লেটার দেখাতে হবে। সাথে লাগবে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টও।
শিক্ষা ও প্রশিক্ষণ ভিসা
এই ভিসার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়, শিক্ষা কিংবা গবেষণা প্রতিষ্ঠান, সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠান স্পন্সর হতে হবে। সাথে শিক্ষা বা প্রশিক্ষণের ধরন ও মেয়াদ সম্পর্কে বিস্তারিত জানাতে হবে।
সূত্র: খালিজ টাইমস
আরো পড়ুন:
পবিত্র কোরআন শরীফ কীভাবে ছাপা হয়?
সবাই আমার স্ত্রীকে চোরের বউ বলে আমাকে জামিন দেন
পাসপোর্ট অফিসে কোটি টাকার ঘুষ বাণিজ্য, অনুসন্ধানে দুদক
প্রবাসী বন্ডে কমছে মুনাফার হার
হিজাব ইস্যুতে মেয়েদের টার্গেট করা হচ্ছে: মিস ইউনিভার্স
প্রবাসীদের মাঝে সহজ শর্তে ঋণ দেওয়া শুরু
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post