চলতি মাসের ২১ তারিখের মধ্যেই ওমানের সকল বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের বেতন প্রদান করার নির্দেশ দিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয়। আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এ নির্দেশ দিয়েছে দেশটির মন্ত্রণালয়।
রবিবার (১৭-এপ্রিল) এক প্রজ্ঞাপনে মন্ত্রণালয় জানিয়েছে, “রাজকীয় ডিক্রি ও শ্রম আইনের বিধান অনুযায়ী বেসরকারি খাতে কর্মরত সকল নাগরিকদের চলতি মাসের বেতন ২১ এপ্রিলের মধ্যেই প্রদান করতে হবে। কোনো বিশেষ কারণ ছাড়া এ নির্দেশনা অমান্য করলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে মন্ত্রণালয়।”
এদিকে, আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আগে ওমান সরকারের এমন আইনের প্রশংসা করেছেন অভিবাসন বিশেষজ্ঞরা। তারা বলছেন, করোনা মহামারীর কারণে গত দুটি বছর ঈদের তেমন আনন্দ উপভোগ না করতে পারলেও চলতি বছর সবাই আনন্দ উপভোগ করতে পারবেন। একইসাথে ২১ তারিখের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধ করা হলে ঈদের আনন্দ থেকে বাদ যাবেনা তাদের পরিবারের লোকজনও।
আরো পড়ুন:
পবিত্র কোরআন শরীফ কীভাবে ছাপা হয়?
কাতারে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশি হাফেজ
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই বিমানের সংঘর্ষ
সবাই আমার স্ত্রীকে চোরের বউ বলে আমাকে জামিন দেন
ওমানে বাড়লো প্রবাসীদের ওয়ার্ক পারমিটের মেয়াদ
পাসপোর্ট অফিসে কোটি টাকার ঘুষ বাণিজ্য, অনুসন্ধানে দুদক
প্রবাসী বন্ডে কমছে মুনাফার হার
তুরস্কের হায়া সোফিয়ায় ৮৮ বছরে প্রথম তারাবি হতে চলেছে
হিজাব ইস্যুতে মেয়েদের টার্গেট করা হচ্ছে: মিস ইউনিভার্স
প্রবাসীদের মাঝে সহজ শর্তে ঋণ দেওয়া শুরু
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post