ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয় কোভিড-১৯ মহামারী মোকাবেলা ও দেশটিতে বিভিন্ন প্রতিষ্ঠান পুনরায় খোলার কার্যক্রম নিয়ে বৈঠক করেছে দেশটির সুপ্রিম কমিটি। ওমান নিউজ এজেন্সি (ওএনএ) অনলাইনে জারি করা বিবৃতিতে বলা হয়েছে: “এমওএইচ স্বাস্থ্য বিষয়ক উপ-সচিব, শ্রম বিষয়ক জনশক্তি মন্ত্রণালয়ের সচিব, আঞ্চলিক পৌরসভা ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব এই বৈঠকে উপস্থিত ছিলেন।
ধোফার পৌরসভার প্রধান ও মাস্কাট পৌরসভার পরিষেবা বিকাশের মহাপরিচালক বৈঠকে বলেন,” কোভিড -১৯ মহামারী মোকাবেলায় গৃহীত পদক্ষেপের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলে বিভিন্ন প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। তবে এই স্বাস্থ্যবিধি না মানলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
আরও পড়ুনঃ ওমানে রয়্যাল কোর্টের নতুন আইন জারি
বৈঠকে স্বাস্থ্য ব্যবস্থাগুলি মেনে চলার জন্য প্রতিষ্ঠানের উপর জোরদার নির্দেশনা দেওয়া হয়। এসময় কোনও প্রতিষ্ঠানে কর্মীদের করোনা উপসর্গ দেখা দিলে সাথে সাথে তাকে নিকটস্থ হাসপাতাল বা করোনা পরীক্ষাকেন্দ্র নিয়ে যাওয়ার জন্য নিয়োগকর্তাদের নির্দেশ দেওয়া হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post