ওমানের সকল দোকানে করমুক্ত পণ্যে স্পষ্ট লেবেল বা চিহ্ন ব্যবহার করার নির্দেশ দিয়েছে দেশটির ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ (সিপিএ)। এক বিবৃতিতে সিপিএ জানিয়েছে, অবশ্যই সকল দোকানদারদের তাদের করমুক্ত পণ্যের গায়ে লেবেল বা চিহ্ন স্পষ্ট করে ব্যবহার করতে হবে। যাতে গ্রাহকরা বিভ্রান্ত না হয় বা বেশি অর্থ প্রদানে প্রতারণার শিকার না হয়।
সিপিএ আরো জানিয়েছে, ওমানে দৈনন্দিন ব্যবহৃত বেশিরভাগ পণ্য করমুক্ত ঘোষণা করা হয়েছে। এরমধ্যে রয়েছে, গম, চাল, বার্লি, ভুট্টা, ময়দা, দুধের তৈরি বিভিন্ন খাদ্যদ্রব্য, দুধ, দুধের গুঁড়া, পনির, দই, বিভিন্ন ধরণের রুটি, লবণ, চিনি, ফল, শাকসবজি, মাংস, মাছ, হাঁস, কফি এবং চা। এছাড়াও কিছু ওষুধ ও শিশু পণ্য সহ অন্যান্য আইটেমও করমুক্ত তালিকায় রয়েছে।
আর্থিক পরিষেবা, স্বাস্থ্যসেবা এবং শিক্ষা সম্পর্কিত পরিষেবা, অনুন্নত জমি বিক্রি, আবাসিক সম্পত্তির জন্য দেওয়া পুনঃবিক্রয় বা ভাড়া/লিজ পরিষেবা এবং স্থানীয় যাত্রী পরিবহন পরিষেবাগুলিও ভ্যাট করমুক্ত ঘোষণা করা হয়েছে। একইভাবে, কূটনৈতিক মিশন, আন্তর্জাতিক সংস্থা, সশস্ত্র বাহিনী এবং জরুরি পরিষেবার উপরও করমুক্ত ঘোষণা করা হয়েছে। একইসাথে প্রথমবারের মতো ওমানে আসা যাত্রীদের জিনিসপত্র, উপহার ও প্রতিবন্ধীদের জন্য অত্যাবশ্যক পণ্যগুলোকেও করমুক্ত ঘোষণা করেছে ওমান।
আরো পড়ুন:
পবিত্র কোরআন শরীফ কীভাবে ছাপা হয়?
কাতারে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশি হাফেজ
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই বিমানের সংঘর্ষ
সবাই আমার স্ত্রীকে চোরের বউ বলে আমাকে জামিন দেন
ওমানে বাড়লো প্রবাসীদের ওয়ার্ক পারমিটের মেয়াদ
পাসপোর্ট অফিসে কোটি টাকার ঘুষ বাণিজ্য, অনুসন্ধানে দুদক
প্রবাসী বন্ডে কমছে মুনাফার হার
তুরস্কের হায়া সোফিয়ায় ৮৮ বছরে প্রথম তারাবি হতে চলেছে
হিজাব ইস্যুতে মেয়েদের টার্গেট করা হচ্ছে: মিস ইউনিভার্স
প্রবাসীদের মাঝে সহজ শর্তে ঋণ দেওয়া শুরু
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post