অধিকৃত পশ্চিম তীরে দখলদার ইসরায়েলি সেনাদের গুলিতে তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ১৪ বছরের এক কিশোরও রয়েছে। অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর কথিত সন্ত্রাসবিরোধী অভিযানের প্রতিবাদে বুধবার রাস্তায় নেমে আসেন ফিলিস্তিনিরা।বিক্ষুব্ধরা এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয়।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (১৩ এপ্রিল) ইসরাইলি বাহিনীর সেনা সদস্যরা তাদের গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। ঘটনার সত্যতা স্বীকার করে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, সন্ধ্যায় ১৪ বছরের এক কিশোর নিহত হয়েছে। সে সেনাদের লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়ে। হামলা বন্ধ করতেই তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়। তিন ফিলিস্তিনি হামলার পরিকল্পনা করছে, এমন খবর পেয়েই অভিযান নামার দাবি করেছে ইসরায়েল। একপর্যায়ে ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে সেনারা। এ নিয়ে তাদের কোনও মন্তব্য পাওয়া যায়নি।
এক ভিডিওতে দেখা গেছে, ইসরায়েলি সামরিক যান লক্ষ্য করে পাথর নিক্ষেপ করছে স্থানীয় ফিলিস্তিনিরা। তখনই ঘটনাস্থল থেকে গুলির শব্দ শোনা যায়। সম্প্রতি ইসরায়েলের ভেতরে চারটি হামলার ঘটনায় দখলকৃত পশ্চিম তীরে অভিযান বাড়িয়েছে সেনারা। এতে গত তিন সপ্তাহে ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। উল্লেখ্য, গত বছরে গাজা উপত্যকায় ইসরায়েল এবং ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের ১১ দিনের যুদ্ধে ২৩২ জন প্রাণ হারান।
আরো পড়ুন:
পবিত্র কোরআন শরীফ কীভাবে ছাপা হয়?
কাতারে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশি হাফেজ
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই বিমানের সংঘর্ষ
সবাই আমার স্ত্রীকে চোরের বউ বলে আমাকে জামিন দেন
ওমানে বাড়লো প্রবাসীদের ওয়ার্ক পারমিটের মেয়াদ
পাসপোর্ট অফিসে কোটি টাকার ঘুষ বাণিজ্য, অনুসন্ধানে দুদক
প্রবাসী বন্ডে কমছে মুনাফার হার
তুরস্কের হায়া সোফিয়ায় ৮৮ বছরে প্রথম তারাবি হতে চলেছে
হিজাব ইস্যুতে মেয়েদের টার্গেট করা হচ্ছে: মিস ইউনিভার্স
প্রবাসীদের মাঝে সহজ শর্তে ঋণ দেওয়া শুরু
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post