করোনাভাইরাস মহামারির মধ্যেই ওমানের রয়্যাল কোর্ট নতুন কিছু নির্দেশনা জারি করেছে। নির্দেশনাগুলো হলো:
১. সকল বেসামরিক ও সরকারি খাতে কর্মরত প্রবাসী বিশেষজ্ঞ ও পরামর্শদাতাদের চুক্তি শেষ হওয়ার পর এই খাতগুলোতে নতুন করে ৭০ শতাংশের কম প্রবাসী বিশেষজ্ঞ ও পরামর্শদাতাদের চুক্তি নবায়ন না করা।
২- ২৫ বছর বা তার বেশ বছর ধরে চাকরি করছে এমন ব্যক্তিকে অবসর গ্রহণ করা ছাড়া অন্য সকল ওমানি নাগরিকদের দেশটির সকল সিভিল ও সরকারী খাতে একজনকে (পরামর্শদাতা / বিশেষজ্ঞ / বিশেষজ্ঞ ম্যানেজার) নিয়োগ দেওয়া বাধ্যতামূলক।
৩- যে সমস্ত বেসামরিক ও সরকারী খাতে ওমানি কর্মচারীরা ৭০ শতাংশের কম রয়েছে সেই খাতগুলোতে আগামী ৩১ শে ডিসেম্বরের মধ্যে উল্লিখিত শতাংশ পূরণ করতে হবে। এছাড়া যাদের কর্মক্ষেত্রে কাজ করার বয়স ৩০ বছরের বেশি তাদের অবসর গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
৪- দেশটির সকল বেসামরিক ও সরকারী খাতের প্রতিষ্ঠানগুলো নতুন এই বিজ্ঞপ্তির আওতায় কর্মচারী নিয়োগ দিবেন। একই সাথে দেশটির সকল কোম্পানি নতুন এই নিয়োগ পদ্ধতি অনুসরণ করবে।
আরও পড়ুনঃ ওমানে সীমিত আকারে চালু হচ্ছে দূতাবাসের পাসপোর্ট সেবা কার্যক্রম
কর্মক্ষেত্রে এই নির্দেশনা অনুযায়ী এই খাতগুলোতে কর্মচারী নিয়োগে নতুন আইন জারি করা হলও। এর ফলে সমস্ত সার্কুলার জারি করার নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী চলতে হবে। আগামী ৩১শে ডিসেম্বরের মধ্যেই সকল খাতে নতুন এই বিজ্ঞপ্তি মেনে চলতে হবে বলে বলা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post