এবারের বিশ্বকাপ ফুটবল হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের এমনই এক দেশে, যে দেশটি বিশ্বে মুসলিম সংখ্যাগরিষ্ঠ ও ইসলামি অনুশাসন মেনে চলা দেশগুলোর মধ্যে অন্যতম। তবে ফুটবল মহাযজ্ঞ শুরু আগেই সমকামীদের কাতার ভ্রমণ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। আয়োজক কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিয়েছে, বিশ্বকাপে থাকবে না কোনো সমকামী পতাকা (রেইনবো ফ্ল্যাগ)।
কাতারে সমকামী বিয়ে বা সম্পর্ক নিষিদ্ধ। তবে বিশ্বকাপের স্বার্থে সমকামী জুটিকে গ্রহণ করা হলেও নিরাপত্তার স্বার্থে রংধনু পতাকা না রাখার পক্ষে আয়োজকেরা। বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্রয়ের কদিন পরেই এসেছে এ ঘোষণা। কাতারের জাতীয় সন্ত্রাস দমন কমটির চেয়ারম্যান ও নিরাপত্তা বিভাগের প্রধান মেজর জেনারেল আবদুল আজিজ আবদুল্লাহ আল আনসারি জানিয়েছেন, সমকামীদের সম্মান জানিয়েই বিশ্বকাপের ৮টি ভেন্যুতে ঢুকতে দেওয়া হবে। কিন্তু তাদের সিদ্ধান্তকে সমর্থন করতে হবে।
দোহার প্রদর্শনী ও সম্মেলনে কেন্দ্রে আয়োজিত ড্র অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও কাতারের মাঠে সবাইকে খেলা দেখার আমন্ত্রণ জানিয়েছেন। আল আনসারিও বিশ্বকাপে পর্যটকদের দুর্দান্ত সময় কাটানোর নিশ্চয়তা দিলেও সমকামীদের শেষবার সতর্ক করেছেন, ‘আপনারা রুম ভাড়া নিন, এক সঙ্গে ঘুমান, ঘুরে বেড়ান, বিশ্বকাপ উপভোগ করুন। এতে উদ্বেগের কিছু নেই। কিন্তু কাতারের ধর্মীয় সংস্কৃতিকে আঘাত দেবেন না।’
আল আনসারি বলেন, ‘আমরা সমকামী দম্পতিকে অপমান করতে চাই না। কিন্তু তারা যদি রংধনু পতাকা নিয়ে আসে, আর তাদের ওপর আক্রমণ করা হয়; তাহলে রক্ষার দায়িত্ব আমাদের নয়। এখানকার মানুষের আচরণের গ্যারান্টি আমি দিতে পারি না।’
কাতারের ধর্মীয় সংস্কৃতির দিকটি তুলে ধরে সমকামীদের উদ্দেশ্যে আল আনসারি বলেন, ‘আপনারা (সমকামীরা) নিজেদের পরিচয় ও পতাকা এমন সমাজে প্রদর্শন করুন, যেখানে এটি গ্রহণযোগ্য ও বৈধ। আমাদের সমাজে এসবের স্থান নেই। টিকিট কেটে খেলা দেখতে আসা কারও মনে কী চলে, তা আমরা জানি না।’
আরো পড়ুন:
ওমানে বাড়লো প্রবাসীদের ওয়ার্ক পারমিটের মেয়াদ
ওমানে মর্মান্তিক পাহাড়ধসে আরো এক প্রবাসীর মরদেহ উদ্ধার
তুরস্কের হায়া সোফিয়ায় ৮৮ বছরে প্রথম তারাবি হতে চলেছে
হিজাব ইস্যুতে মেয়েদের টার্গেট করা হচ্ছে: মিস ইউনিভার্স
প্রবাসীদের মাঝে সহজ শর্তে ঋণ দেওয়া শুরু
রমজানে ওমানের বাংলাদেশ দূতাবাসে নতুন অফিস সূচি
ওমানে পাথর ধ্বসের পর এবার মাটিধসে এক প্রবাসী নিহত
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post