লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে নৌকা ডুবে অন্তত ৯৬ জনের মৃত্যু হয়েছে। নৌকাটি থেকে জীবিত অবস্থায় উদ্ধার যাত্রীদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স (এমএসএফ)। রোববার এমএসএফের এক টুইটবার্তায় বলা হয়, বাণিজ্যিক ট্যাঙ্কার জাহাজ অ্যালেগ্রিয়া ১ শনিবার ভূমধ্যসাগরে ভাসমান অবস্থায় চার যাত্রীকে উদ্ধার করে। এই চারজনের সবাই ডুবে যাওয়া সেই নৌকাটির যাত্রী ছিলেন।
নৌকাটিতে প্রায় ১০০ যাত্রী ছিলেন এবং তাদের সবাই অভিবাসন প্রত্যাশী। উদ্ধার চার অভিবাসন প্রত্যাশী জানিয়েছেন, ধারণক্ষমতার তুলনায় অতিরিক্ত যাত্রী বহনের কারণেই ডুবে গেছে নৌকাটি। এতে আনুমানিক ৯৬ বা তারও বেশি সংখ্যক যাত্রীর সলিল সমাধি ঘটেছে।
উদ্ধার ৪ অভিবাসন প্রত্যাশীর জরুরি ভিত্তিতে নিরাপত্তা ও শুশ্রুষা প্রয়োজন উল্লেখ করে এএসএফের টুইটবার্তায় বলা হয়, ‘উদ্ধার এই অভিবাসন প্রত্যাশীদের এমন কোনো জায়গায় পাঠানো উচিত হবে না, যেখানে তারা বন্দিত্ব ও দুর্ব্যবহারের শিকার হতে পারে। বিশেষ করে লিবিয়া তাদের জন্য একেবারেই নিরাপদ নয়।’
জাতিসংঘের শরণার্থী বিভাগও বিষয়টি মানবিক দিক থেকে বিবেচনার আহ্বান জানিয়েছে ইউরোপকে। এক টুইটবার্তায় শরণার্থী বিভাগের পক্ষ থেকে বলা হয়, ‘সম্প্রতি ইউক্রেনের ৪০ লাখেরও বেশি শরণার্থীকে আশ্রয় দিয়েছে ইউরোপের বিভিন্ন দেশ। আমরা আশা করছি, জীবিত এই শরণার্থীদের বিষয়টিও ইউরোপ মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করবে।’
আরো পড়ুন:
ওমানে বাড়লো প্রবাসীদের ওয়ার্ক পারমিটের মেয়াদ
ওমানে মর্মান্তিক পাহাড়ধসে আরো এক প্রবাসীর মরদেহ উদ্ধার
তুরস্কের হায়া সোফিয়ায় ৮৮ বছরে প্রথম তারাবি হতে চলেছে
হিজাব ইস্যুতে মেয়েদের টার্গেট করা হচ্ছে: মিস ইউনিভার্স
প্রবাসীদের মাঝে সহজ শর্তে ঋণ দেওয়া শুরু
রমজানে ওমানের বাংলাদেশ দূতাবাসে নতুন অফিস সূচি
ওমানে পাথর ধ্বসের পর এবার মাটিধসে এক প্রবাসী নিহত
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post