করোনা মহামারির কারণে ২ বছর বন্ধ রাখার পর অবশেষে বিদেশি যাত্রী ও ভ্রমণকারীদের জন্য সীমান্ত পুরোপুরি খুলে দিয়েছে সিঙ্গাপুর। টিকার দুই ডোজ সম্পূর্ণকরা বিদেশি যাত্রীদের জন্য কোয়ারেন্টাইন বিধিও সম্পূর্ণ তুলে নেওয়া হয়েছে। তবে সব বিদেশী যাত্রীকে সিঙ্গাপুরে প্রবেশের সময় অবশ্যই কোভিড নেগেটিভ সনদ সঙ্গে রাখতে হবে এবং বিমানবন্দর কর্তৃপক্ষ যদি সেই সনদ দেখতে চায়, সেক্ষেত্রে তা প্রদর্শন করতে হবে।
করোনা মহামারি শুরু হওয়ার পর মুষ্টিমেয় কয়েকটি দেশের যাত্রী ব্যাতীত অন্যান্য সব দেশের যাত্রীদের প্রবেশে নিষেধাজ্ঞা সিঙ্গাপুর সরকার; কিন্তু শুক্রবার তা তুলে নিয়ে সব দেশের যাত্রীদেরই সিঙ্গাপুরে প্রবেশ ও ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এএফপি।
আন্তর্জাতিক বিমান পরিবহন বাণিজ্যে সিঙ্গাপুর অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহামারির আগ পর্যন্ত এই দেশটি ছিল বিভিন্ন দেশের ট্রানজিট ফ্লাইটের অন্যতম কেন্দ্র। এছাড়া অন্যান্য মহাদেশের যাত্রীদের এশিয়ায় প্রবেশের ক্ষেত্রে অন্যতম প্রধান গেটওয়ে হিসেবে কাজ করত সিঙ্গাপুর।
সীমান্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় দেশটির বিমান পরিবহন ও পরিষেবা খাত খুব দ্রুতই চাঙা হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। শুক্রবার সীমান্ত উন্মুক্তের প্রথম দিনই দেশটির চেঙ্গি বিমানবন্দরে বহুসংখ্যক বিদেশি যাত্রীর আনাগোনা দেখা গেছে উল্লেখ করা হয়েছে এএফপির প্রতিবেদনে।
আরো পড়ুনঃ
প্রবাসীদের মাঝে সহজ শর্তে ঋণ দেওয়া শুরু
কেউ কর্মীদের স্বার্থের কথা বললেন না, মালয়েশিয়ায় প্রবাসী কল্যাণ মন্ত্রীর ক্ষোভ
ওমানের সালালায় এক বাংলাদেশী প্রবাসীর আত্মহত্যা!
ভ্যাকসিনের নতুন তালিকা প্রকাশ করলো ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়
বাংলাদেশের দ্বিতীয় শ্রম বাজার মধ্যপ্রাচ্যের দেশ ওমান
ওমান যেতে ভিসা লাগবে না কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের
৮ দিন বন্ধ থাকার ফের চালু হলো ই-পাসপোর্টের অনলাইন আবেদন
ওমানে বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post