রমজান মাসের আগে ওমানের মধ্যস্থতায় ইয়েমেনে যুদ্ধবিরতির ঘোষণায় ওমান ও সৌদি আরবকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, “রমজানের আগে ইয়েমেনে যুদ্ধবিরতির ঘোষণায় আমি ওমান ও সৌদি আরবের নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানাই। আশা করি অতিদ্রুত দেশটির সাথে যুদ্ধ চিরতরে বন্ধ হবে।”
উল্লেখ্য: সউদী আরব ও ইয়েমেনের হুথি বিদ্রোহী গ্রপের মধ্যে যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ওমান। রিয়াদ, ওয়াশিংটন এবং জাতিসংঘের সাথে এই সঙ্কটের ব্যাপক রাজনৈতিক সমাধানে পৌঁছানোর জন্য নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে মাস্কাট।
ওমানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওএনএ’র এক বিবৃতিতে বলা হয়েছে, সালতানাত অব ওমান আশা করছে যে, ভ্রাতৃপ্রতিম ইয়েমেনের নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং এ অঞ্চলের দেশগুলোর নিরাপত্তা ও স্বার্থ রক্ষার লক্ষ্যে এসব যোগাযোগ খুব শিগগিরই কাঙ্ক্ষিত ফল দেবে’।
আরো পড়ুনঃ
প্রবাসীদের মাঝে সহজ শর্তে ঋণ দেওয়া শুরু
কেউ কর্মীদের স্বার্থের কথা বললেন না, মালয়েশিয়ায় প্রবাসী কল্যাণ মন্ত্রীর ক্ষোভ
ওমানের সালালায় এক বাংলাদেশী প্রবাসীর আত্মহত্যা!
ভ্যাকসিনের নতুন তালিকা প্রকাশ করলো ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়
বাংলাদেশের দ্বিতীয় শ্রম বাজার মধ্যপ্রাচ্যের দেশ ওমান
ওমান যেতে ভিসা লাগবে না কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের
৮ দিন বন্ধ থাকার ফের চালু হলো ই-পাসপোর্টের অনলাইন আবেদন
ওমানে বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post