বছর ঘুরে ফের মুমিন মুসলমানের দ্বারে এলো মহান আল্লাহর অপূর্ব রহমতের বারিধারায় সমৃদ্ধ এবং তাঁর সান্নিধ্য লাভের সুবর্ণ সুযোগসংবলিত মাস পবিত্র রমজান। কাল থেকে ওমানে শুরু হচ্ছে রহমত, মাগফিরাত ও নাজাতের এই মাস। ওমান নিউজ এজেন্সি জানিয়েছে, পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল রবিবার (৩ এপ্রিল) থেকেই শুরু হচ্ছে রোজা।
তবে, মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, মিশর এবং অস্ট্রেলিয়ায় রমজান আজ থেকে শুরু হলেও ওমান সহ বিশ্বের অন্যান্য দেশ গুলোতে আগামীকাল থেকে শুরু হচ্ছে রমজান মাস। খালিজ টাইমস জানিয়েছে, ওমান, মালয়েশিয়া, ব্রুনাই, জাপান ও ইন্দোনেশিয়ায় গতকাল (শুক্রবার) পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। তাই ওই সব দেশে শনিবার দিবাগত রাতে তারাবি নামাজ আদায় করা হবে এবং ওই রাতের শেষ প্রহরে সেহরি খেয়ে ৩ এপ্রিল প্রথম রোজা হবে ওই দেশগুলোতে।
মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াও ঘোষণা করেছে যে পবিত্র রমজান মাসের প্রথম দিন ৩ এপ্রিল। এছাড়া, ব্রুনাইয়ের সালতানাত নিশ্চিত করেছে যে শুক্রবার দেশটিতে চাঁদ দেখা যায়নি। অতএব, ২ এপ্রিল শনিবার শাবান মাসের শেষ দিন হবে এবং পবিত্র রমজান মাস ৩ এপ্রিল থেকে শুরু হবে।
মহিমান্বিত এ মাসের মর্যাদা সম্পর্কে আল্লাহ বলেন, ‘সুতরাং তোমাদের মধ্যে যারা এই মাস পাবে তারা যেন এই মাসে রোজা পালন করে। ’ (সুরা বাকারা, আয়াত : ১৮৫) মহান সৃষ্টিকর্তা মানবজাতির হিদায়াতের জন্য সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআন এই রমজান মাসেই নাযিল করেছেন। কোরআনের সূত্র ধরেই রমজান শ্রেষ্ঠ মাস হিসেবে স্বীকৃতি লাভ করেছে। আল্লাহ বলেন, ‘রমজান মাস, এতে মানুষের দিশারি এবং সৎপথের স্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারীরূপে কোরআন অবতীর্ণ হয়েছে। ’ (সুরা বাকারা, আয়াত : ১৮৫)
এই মাসেই রয়েছে পবিত্র লাইলাতুল কদর বা কদরের রাত। যে রাত হাজার মাস হতে উত্তম। মহিমান্বিত এই রাত রমজান মাসেই। এই রাত সম্পর্কে সুরা কদরে আল্লাহ বলেন, ‘আর আপনি কি জানেন কদরের রাত কী? কদরের রাত হলো হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ। এ রাতে ফেরেশতা ও রুহুল কুদুস (জিবরাইল (আ.) তার পালনকর্তার আদেশক্রমে প্রত্যেক মঙ্গলময় বস্তু নিয়ে (পৃথিবীতে) অবতরণ করেন। (এ রাতের) আগাগোড়া শান্তি, যা ফজর হওয়া পর্যন্ত অব্যাহত থাকে।’
আরো পড়ুন:
ওমানে মর্মান্তিক পাহাড়ধসে আরো এক প্রবাসীর মরদেহ উদ্ধার
তুরস্কের হায়া সোফিয়ায় ৮৮ বছরে প্রথম তারাবি হতে চলেছে
হিজাব ইস্যুতে মেয়েদের টার্গেট করা হচ্ছে: মিস ইউনিভার্স
প্রবাসীদের মাঝে সহজ শর্তে ঋণ দেওয়া শুরু
৪ পদে ২২ জনকে নিয়োগে দেবে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়
বাংলাদেশ সহ বিশ্ব নেতাদের শুভেচ্ছা বার্তা পাঠালেন ওমানের সুলতান
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post