আসন্ন রমজানে ৮৮ বছরে প্রথমবারের মতো তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের হায়া সোফিয়া গ্র্যান্ড মসজিদে তারাবির নামাজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এছাড়া মসজিদটিতে রমজান মাস উপলক্ষে বেশ কিছু আয়োজন থাকবে। এর আগে, ১৯৩৪ সালে হায়া সুফিয়াকে জাদুঘরে রূপান্তরিত করা হয় এবং ২০২০ সালে এটি ফের মসজিদের মর্যাদা ফিরে পায়। এটিকে ওই বছরের ২৪ জুলাই নামাজের জন্য খুলে দেয়া হয়।
এদিকে, করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে তুরস্কে কোভিড-১৯ বিধিনিষেধের অংশ হিসেবে সংক্রমণের ঝুঁকি এড়াতে মসজিদটিতে নামাজ আদায় বন্ধ রাখা হয়েছিল।
কিন্তু অধিকাংশ জনগণের টিকাদান সম্পন্ন হওয়ায় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা হ্রাস পাচ্ছে এবং সুস্থতার সংখ্যা প্রতিদিন বাড়ছে। তাই মুসলমানদের জন্য বছরের সবচেয়ে পবিত্র মাস রমজানে মসজিদটি পুনরায় খোলার সিদ্ধান্ত নিয়েছে তুর্কি কর্তৃপক্ষ।
ইস্তাম্বুলে অবস্থিত এই ঐতিহাসিক স্থাপনাটি টানা ৯১৬ বছর চার্চ হিসেবে ব্যবহৃত হয়েছে। তবে ১৪৫৩ সালে ওসমানি সুলতান দ্বিতীয় মুহাম্মাদ বাইজেন্টাইন সম্রাটের দখল থেকে কনস্টান্টিনোপল বা বর্তমান ইস্তাম্বুল জয় করে নেয়ার পর খ্রিষ্টান যাজকদের থেকে নিজস্ব অর্থে স্থাপনাটি কিনে নেন এবং মসজিদ হিসেবে এটিকে ওয়াকফ করেন।
তখন থেকে প্রায় পাঁচ শ’ বছর ধরে মসজিদ হিসেবেই পরিচিত ছিল এটি। এরপর ১৯৩৫ সালে ধর্মনিরপেক্ষ তুরস্কের প্রতিষ্ঠাতা কামাল পাশা এটিকে জাদুঘর ঘোষণা করেন। সেই থেকে ৮৬ ধরে এটি জাদুঘর হিসেবে পরিচিত ছিল।
আরো পড়ুনঃ
প্রবাসীদের মাঝে সহজ শর্তে ঋণ দেওয়া শুরু
কেউ কর্মীদের স্বার্থের কথা বললেন না, মালয়েশিয়ায় প্রবাসী কল্যাণ মন্ত্রীর ক্ষোভ
ওমানের সালালায় এক বাংলাদেশী প্রবাসীর আত্মহত্যা!
ভ্যাকসিনের নতুন তালিকা প্রকাশ করলো ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়
বাংলাদেশের দ্বিতীয় শ্রম বাজার মধ্যপ্রাচ্যের দেশ ওমান
ওমান যেতে ভিসা লাগবে না কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের
৮ দিন বন্ধ থাকার ফের চালু হলো ই-পাসপোর্টের অনলাইন আবেদন
ওমানে বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post