সবাই নিজেদের স্বার্থের কথা বলেন। ব্যবসায়িক স্বার্থের কথা বলেন, কিন্তু কর্মীদের কথা কেউ বলেন না। মালয়েশিয়া সফররত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ ক্ষোভ প্রকাশ করে ব্যবসায়ীদের উদ্দেশ্যে এই কথা বলেন। মন্ত্রী বলেন, অনেকেই নানা বিষয়ে কথা বলেন কিন্তু কর্মীদের বিষয়ে কেউ কথা বলছেন না। সবাই ব্যবসায়িক স্বার্থে কথা বলেছেন।
মঙ্গলবার (২৯ মার্চ ) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এক অনুষ্ঠানে মালয়েশিয়া শ্রমবাজার ইস্যুতে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, “আপনারা এখানে অনেকেই বক্তব্য রেখেছেন। শ্রমবাজার ইস্যুতে, এটা হতে দিবো না, ওটা হতে দেবেন না, এটা চাই। সবাই এখানে নিজেদের স্বার্থের কথা বলেছেন। ব্যবসায়িক স্বার্থের কথা বলেছেন, কর্মীদের কথা কেউ বললেন না।”
মন্ত্রী বলেন, “আমি কিন্তু কোন ব্যবসায়ির পক্ষে না। আমি কর্মীদের পক্ষে। তিন বছরের বেশি সময় শ্রমবাজার বন্ধ, কর্মীরা মালয়েশিয়া যেতে পারছেন না। এতে তো কর্মীদের ক্ষতি হচ্ছে। আমরা জানুয়ারিতে চিঠি দিয়েছি, এখন পর্যন্ত জবাব পাইনি। আমাদের জন্য বাজার বন্ধ নেই। এখানকার কারণে বন্ধ রয়েছে। এবিষয়ে বেশি কিছু বলতে চাই না। কারণ আমাদের শ্রমবাজার খুলতে হবে। একটা সমাধান করতে হবে। আমি এখনো অপেক্ষায় আছি।”
তিনি আরও বলেন, “আজকে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা হয়েছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে আমিও সেখানে ছিলাম, সেই বৈঠকে শ্রমিকদের নিয়েই কথা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী নিজে এ ব্যাপারে কথা বলেছেন আশাকরি এর ফল শ্রমিকদের জন্য ভালো হবে।”
আরো পড়ুনঃ
কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত
ওমানের সালালায় এক বাংলাদেশী প্রবাসীর আত্মহত্যা!
ভ্যাকসিনের নতুন তালিকা প্রকাশ করলো ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়
বাংলাদেশের দ্বিতীয় শ্রম বাজার মধ্যপ্রাচ্যের দেশ ওমান
ওমান যেতে ভিসা লাগবে না কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের
৮ দিন বন্ধ থাকার ফের চালু হলো ই-পাসপোর্টের অনলাইন আবেদন
ওমানে বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post