ওমানে মর্মান্তিক পাহাড়ধসে আরো দুই প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে দেশটির সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটি। গত ২৭-মার্চ দেশটির আল দাহিরা প্রদেশের ইবরি উলাইয়াত অঞ্চলের ইয়াংকুল রোডের নিকটবর্তী একটি পাহাড় ধ্বসে এখন পর্যন্ত মোট ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
যাদের সকলেই প্রবাসী শ্রমিক বলে জানাগেছে সূত্রে। ওমানের জাতীয় গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৫জনকে আহত অবস্থায় এবং ৮জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে এতে আরো অনেকেই নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা আরও ছয় শ্রমিকের খোঁজে এখনও তল্লাশি চালিয়ে যাচ্ছে সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটির উদ্ধারকারী দল। নিহত প্রবাসীরা কোন দেশের তা এখনো জানা যায়নি। ঘটনাস্থল পরিদর্শনে গেছেন পুলিশ ও কাস্টমসের মহাপরিদর্শক ও জরুরি ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির বেশ কয়েকজন সদস্য।
এদিকে, এই দুর্ঘটনার সঠিক তদন্তের দাবী জানিয়েছে দেশটিতে শ্রমিকদের স্বার্থ নিয়ে কাজ করা সংগঠন জেনারেল ফেডারেশন ওমান ওয়ার্কার্স (জিএফওডব্লিউ)। রবিবার (২৭-মার্চ) এক বিবৃতিতে ফেডারেশন জানিয়েছে, এই ঘটনায় শ্রমিকদের পেশা ও স্বাস্থ্যগত নিরাপত্তা নিশ্চিতে প্রতিষ্ঠানটিকে তদন্তের আওতায় নিয়ে আসা জরুরী। দ্রুত উক্ত প্রতিষ্ঠানটিকে তদন্তের আওতায় নিয়ে আসার জন্য শ্রম মন্ত্রণালয়ের কাছে আহ্বান জানিয়েছে সংগঠনটি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post