আসন্ন রমজানকে সামনে রেখে নতুন সিদ্ধান্ত জারি করেছে ওমানের সুপ্রিম কমিটি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, করোনা টিকা গ্রহণ করা সকল নাগরিক এই বছর তারাবিহ নামাজ সহ সকল ওয়াক্তের নামাজ মসজিদে আদায় করতে পারবেন। তবে ১২ বছরের কম বয়সী শিশু ও টিকা গ্রহণ না করা নাগরিকরা এই সুযোগ পাবে না।
মঙ্গলবার (২৯-মার্চ) কমিটির এক বৈঠকে আরো বলা হয়েছে, করোনা ভাইরাস প্রতিরোধে মসজিদে ও অন্যান্য পাবলিক স্থানে তাঁবু টাঙ্গিয়ে বা অন্যকোনো উপায়ে ইফতার বা সেহেরি অনুষ্ঠানের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এছাড়াও করোনা প্রতিরোধে নাগরিকদের সুপ্রিম কমিটির নেওয়া সকল প্রতিরোধমূলক ব্যবস্থা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। মসজিদে উপস্থিত সকল মুসল্লিকে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য আহ্বান জানানো হয়েছে।
একইসাথে স্থানীয় হল, সম্মেলন ও আন্তর্জাতিক প্রদর্শনীতে ৭০ শতাংশ পর্যন্ত মানুষের উপস্থিত থাকতে পারবে এমন নির্দেশনা জারী করেছে সুপ্রিম কমিটি।
আরো পড়ুনঃ
কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত
ওমানের সালালায় এক বাংলাদেশী প্রবাসীর আত্মহত্যা!
ভ্যাকসিনের নতুন তালিকা প্রকাশ করলো ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়
বাংলাদেশের দ্বিতীয় শ্রম বাজার মধ্যপ্রাচ্যের দেশ ওমান
ওমান যেতে ভিসা লাগবে না কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের
৮ দিন বন্ধ থাকার ফের চালু হলো ই-পাসপোর্টের অনলাইন আবেদন
ওমানে বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post