আহমাদুল কবির, মালয়েশিয়া
বিশেষ ব্যবস্থায় সীমিত আকারে পাসপোর্ট বিতরণ শুরু করেছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাস। গত ১৫ মার্চ এক নোটিশে ১৯ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত বিশেষ ব্যবস্থায় হাইকমিশন থেকে সরাসরি পাসপোর্ট ডেলিভারি দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
দূতাবাস সূত্রে জানা গেছে, নির্দেশের পরপরই পাসপোর্ট নিতে প্রবাসীদের ঢল নেমেছে। গত সপ্তাহে বিশেষ ব্যবস্থায় সরাসরি পাসপোর্ট বিতরণ করা হয়েছে প্রায় দুই হাজারেরও বেশি। রোববার (২৭ মার্চ) পাসপোর্ট নিতে আসা প্রবাসীদের ভিড় সামলাতে হিমশিমে পড়েছেন সংশ্লিষ্টরা।
তবে মালয়েশিয়া সরকারের করোনা বিধিনিষেধ মেনে আগত প্রবাসীদের পাসপোর্ট দেওয়া হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। আরও প্রায় ১৬ শ পাসপোর্ট বিতরণ করা হবে বলে জানান পাসপোর্ট ও ভিসা শাখার প্রথম সচিব মিয়া মো. কিয়াম উদ্দিন।
এদিকে ২০২০ সালের ১৬ নভেম্বর থেকে শুরু হওয়া রিক্যালিবাসি কর্মসূচি শুরু হয়েছিল অবৈধ অভিবাসীদের বৈধকরণ প্রক্রিয়া। সরকারের দেওয়া অবৈধ অভিবাসী কর্মীদের বৈধতা লাভের বৈধকরণের নিবন্ধনকৃত প্রবাসী বাংলাদেশি কর্মীদের চলতি মাসের ৩১ তারিখ পর্যন্ত ফিঙ্গার প্রিন্ট দেওয়ার মেয়াদ শেষ হয়ে যাবে। কিন্তু যথাসময়ে পাসপোর্ট না পাওয়ায় অনেকেই বৈধতা লাভে অনিশ্চয়তায় পড়েছেন।
ফিঙ্গার প্রিন্টের সময় বৃদ্ধির জন্য বাংলাদেশ হাইকমিশনার গোলাম গোলাম সারোয়ারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন প্রবাসীরা। গত ২৪ মার্চ প্রবাসীদের সমস্যা সমাধানে দেশটিতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় করেন হাইকমিশনার মো. গোলাম সারোয়ার।
এ সময় সাংবাদিকরা বৈধতা নিতে ফিঙ্গার প্রিন্টের সময় বাড়ানোর জন্য হাইকমিশনারকে অনুরোধ জানালে তিনি সাংবাদিকদের অনুরোধের প্রেক্ষিতে সময় বাড়াতে সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে আলোচনা করবেন বলে করেন।
আরো পড়ুনঃ
কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত
ওমানের সালালায় এক বাংলাদেশী প্রবাসীর আত্মহত্যা!
ভ্যাকসিনের নতুন তালিকা প্রকাশ করলো ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়
বাংলাদেশের দ্বিতীয় শ্রম বাজার মধ্যপ্রাচ্যের দেশ ওমান
ওমান যেতে ভিসা লাগবে না কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের
৮ দিন বন্ধ থাকার ফের চালু হলো ই-পাসপোর্টের অনলাইন আবেদন
ওমানে বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post