ওমানে দীর্ঘদিন লকডাউনের পর খুলে দেওয়া হচ্ছে লকডাউন। আজ বুধবার দেশটির সুপ্রিম কমিটির এক বৈঠকে জানানো হয়, আগামী শুক্রবার (২৯-মে) থেকে মাস্কাটের লকডাউন খুলে দেওয়া হবে। এবং ৩১ মে থেকে ৫০% সরকারি কর্মচারী কাজ শুরু করবে।
এদিকে ঈদের ছুটির পর আজ প্রথম বৈঠক করেছে দেশটির সুপ্রিম কমিটি। আজকের বৈঠকে কমিটি থেকে বেশকিছু নতুন সিদ্ধান্ত নেওয়া হয়। এতে খারিফ মৌসুমে ধোফার এলাকায় পর্যটকদের প্রবেশে অনুমতি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটির বৈঠকে সাধারণ ট্র্যাফিকের নির্দেশাবলী সহজ করাসহ দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান পুনরায় চালু করার বিষয়েও বেশ ফলপ্রসূ আলোচনা করা হয়েছে বলে ওমান অবজারভারের খবরে জানাগেছে।
আরও পড়ুনঃ ওমানে সানাদ অফিসের নতুন নিয়ম জারি
সংবাদ সম্মেলনে পরিবহনমন্ত্রী ডা. আহমেদ আল ফুটাইসি বলেন যে, বিমানের ট্র্যাফিক ফেরাতে প্রথমে অভ্যন্তরীণ পরবর্তীতে আন্তর্জাতিক পরিষেবা শুরু করতে হবে। যদিও তিনি বলেছেন যে, এই সেক্টর খোলার জন্য এখনও নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হয়নি। মন্ত্রী আরও বলেন, যদিও সরকার বিমান খাতে ব্যয় ৪৩ শতাংশ কমিয়ে আনার চেষ্টা করছে, তবুও এই মহামারির কারণে এই খাতে যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে দেশটির আরও চার বছর সময় লাগবে। এই সময়ের মধ্যে আয় শূন্যে পৌঁছেছে বলে জানান মন্ত্রী।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post